Ajker Patrika

বনের জমি কারখানার দখলে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩১
বনের জমি কারখানার দখলে

গাজীপুরের শ্রীপুরে সরকারি বন বিভাগের ৫৭ শতাংশ জমি বহু বছর ধরে দখল করে রেখেছে বিবিএস ক্যাবল নামক একটি কারখানা কর্তৃপক্ষ। বন বিভাগের শ্রীপুর রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই জমি উদ্ধারে নেই তেমন কোনো মাথা ব্যথা।

জানা যায়, অভিনব কৌশলে জমি দখলে রেখে বিবিএস ক্যাবল কারখানা ইতিমধ্যে ওই বনের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে রেখেছে। বন বিভাগের লোকজনের জমি দেখভালের জন্য কোনো ধরনের রাস্তা না রেখেই সীমানা প্রাচীর তৈরি করে রাখা হয়েছে।

জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি মৌজার ২ নম্বর খতিয়ানভুক্ত ২৯২৩ দাগে ২৬ শতাংশ ও ২৯২৪ দাগে ৩১ শতাংশসহ মোট ৫৭ শতাংশ জমি দখলে রেখেছে বিবিএস ক্যাবল নামক কারখানা। সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রীপুরের জৈনা বাজার সংযোগ সড়কের তেলিহাটি গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে বিবিএস ক্যাবল কারখানা। এই কারখানার মূল ফটকসহ সড়ক ঘেঁষা অংশে ইটের দেয়ালের পর টিনের সীমানা প্রাচীর রয়েছে। এর ভেতরে কারখানাটি দখল করে রেখেছে বন বিভাগের জমি। জমিতে যাওয়ার জন্য নেই কোনো ধরনের রাস্তা। কারখানার পূর্ব পাশের সড়ক ঘেঁষা পুরো জায়গাটি বন বিভাগের। এত উঁচু সীমানা প্রাচীর করা হয়েছে, যেন বাহির থেকে ভেতরে কি আছে তা দেখার কোনো ধরনের সুযোগ না থাকে।

বিবিএস ক্যাবলের অ্যাডমিন ম্যানেজার হাসান এ বিষয়ে বলেন, ‘কারখানার সামনের জায়গা বন বিভাগের দখলে রয়েছে। কারখানার নিরাপত্তার স্বার্থে সড়কের চারপাশে সীমানাপ্রাচীর করা হয়েছে। বন বিভাগের লোকজন মাঝে মধ্যে এসে জায়গা দেখে যায়।’ জায়গাটির চারপাশে তো উঁচু সীমানাপ্রাচীর তবে বন বিভাগের কর্মকর্তারা কীভাবে প্রবেশ করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারখানার মূল ফটক দিয়ে তাঁরা তাঁদের জমিতে প্রবেশ করেন।’

শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিট কর্মকর্তা নোয়াব হোসেন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এর ভেতরে বেশ কয়েকবার বাগান করা হয়েছে। একবার দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল। আবার তাঁরা টিনের দেয়াল তুলেছেন। প্রয়োজনে আবার অভিযান চালিয়ে ওই দেয়াল ভেঙে দেওয়া হবে।’

শ্রীপুর রেঞ্জের চলতি দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মীর বজলুল রহমান এ বিষয়ে বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সরেজমিন গিয়ে দেখে তবেই কেবল বিস্তারিত বলা যাবে।’

শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক রানা দেব এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি বেশি কিছু জানি না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত