Ajker Patrika

দেওয়ানগঞ্জে তিন ইউপি নির্বাচন আজ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩১
দেওয়ানগঞ্জে তিন ইউপি নির্বাচন আজ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ সোমবার। গতকাল নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে গত ৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের এক আদেশের কারণে নির্বাচন স্থগিত করা হয়।

অপরদিকে ষষ্ঠ ধাপে উপজেলার ডাংধরা ও হাতীভাংগা ইউপিতে ভোট হয় গত ৫ ই জানুয়ারি। তবে সেদিন ডাংধরা ইউনিয়নের চেংটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও হাতীভাংগা ইউনিয়নের আমখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়ম ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ভোট কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। এসব স্থগিত কেন্দ্র দুটিরও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন জানান, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও ডাংধরা, হাতীভাঙ্গা ইউনিয়নে স্থগিতকৃত দুটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত