মো. আব্দুল মোত্তালেব
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। রসায়ন বিষয়ে মিশ্রিত টাইপের পড়া বেশি। এখানে থাকে প্রতীক, সংকেত, সমীকরণ, অঙ্ক, ব্যাখ্যা ইত্যাদি। অঙ্ক সঠিক করতে হলে সমীকরণ সঠিক করতে হবে। কারণ, অঙ্ক করতে সমীকরণ প্রয়োজন। রসায়ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন (১ম পত্র)
১. আলফা কণা কী?
২. আইসোটোপ কী?
৩. কোয়ান্টাম সংখ্যা কী?
৪. অরবিটাল কী?
৫. আউফবাউ নীতি কী?
৬. হুন্ডের নীতি কী?
৭. বর্ণালী কী?
৮. দ্রাব্যতা কাকে বলে?
৯. পানির আয়নিক গুণফল কী?
১০. মৃৎক্ষার ধাতু কাকে বলে?
১১. Fe3+-এর ইলেকট্রন বিন্যাস লেখো?
১২. পর্যাবৃত্ত ধর্ম কী?
১৩. আয়নিকরণ বিভব কী?
১৪. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৫. তড়িৎ ঋণাত্মকতা কী?
১৬. পোলারায়ণ কী?
১৭. সিগমা বন্ধন কী?
১৮. লিগ্যান্ড কী?
১৯. পোলারিটি কাকে বলে?
২০. রাসায়নিক সাম্যাবস্থা কী?
২১. লা-শীতেলিয়ার নীতিটি বিবৃত করো।
২২. ভর ক্রিয়ার সূত্র কী?
২৩. PH-এর সংজ্ঞা লেখো?
২৪. বাফার দ্রবণ কী?
২৫. খাদ্য নিরাপত্তা কী?
২৬. অ্যান্টি অক্সিডেন্ট কী?
২৭. ভিনেগার কী?
২৮. মল্ট ভিনেগার কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পটাশিয়ামের ১৯তম ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s অরবিটালে যায় কেন?
২. 2d অরবিটাল অসম্ভব—ব্যাখ্যা করো?
৩. একটি লিগ্যান্ড ব্যাখ্যা করো।
৪. পলির বর্জন নীতি ব্যাখ্যা করো?
৫. রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, ব্যাখ্যা করো।
৬. চিকিৎসাক্ষেত্রে IR রশ্মি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৭. শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৮. রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, ব্যাখ্যা করো।
৯. দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
১০. সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
১১. Fe2+, Fe3+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী? ব্যাখ্যা করো।
১২. অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করো।
১৩. Zn-কে অবস্থান্তর ধাতু বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। রসায়ন বিষয়ে মিশ্রিত টাইপের পড়া বেশি। এখানে থাকে প্রতীক, সংকেত, সমীকরণ, অঙ্ক, ব্যাখ্যা ইত্যাদি। অঙ্ক সঠিক করতে হলে সমীকরণ সঠিক করতে হবে। কারণ, অঙ্ক করতে সমীকরণ প্রয়োজন। রসায়ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন (১ম পত্র)
১. আলফা কণা কী?
২. আইসোটোপ কী?
৩. কোয়ান্টাম সংখ্যা কী?
৪. অরবিটাল কী?
৫. আউফবাউ নীতি কী?
৬. হুন্ডের নীতি কী?
৭. বর্ণালী কী?
৮. দ্রাব্যতা কাকে বলে?
৯. পানির আয়নিক গুণফল কী?
১০. মৃৎক্ষার ধাতু কাকে বলে?
১১. Fe3+-এর ইলেকট্রন বিন্যাস লেখো?
১২. পর্যাবৃত্ত ধর্ম কী?
১৩. আয়নিকরণ বিভব কী?
১৪. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৫. তড়িৎ ঋণাত্মকতা কী?
১৬. পোলারায়ণ কী?
১৭. সিগমা বন্ধন কী?
১৮. লিগ্যান্ড কী?
১৯. পোলারিটি কাকে বলে?
২০. রাসায়নিক সাম্যাবস্থা কী?
২১. লা-শীতেলিয়ার নীতিটি বিবৃত করো।
২২. ভর ক্রিয়ার সূত্র কী?
২৩. PH-এর সংজ্ঞা লেখো?
২৪. বাফার দ্রবণ কী?
২৫. খাদ্য নিরাপত্তা কী?
২৬. অ্যান্টি অক্সিডেন্ট কী?
২৭. ভিনেগার কী?
২৮. মল্ট ভিনেগার কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পটাশিয়ামের ১৯তম ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s অরবিটালে যায় কেন?
২. 2d অরবিটাল অসম্ভব—ব্যাখ্যা করো?
৩. একটি লিগ্যান্ড ব্যাখ্যা করো।
৪. পলির বর্জন নীতি ব্যাখ্যা করো?
৫. রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, ব্যাখ্যা করো।
৬. চিকিৎসাক্ষেত্রে IR রশ্মি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৭. শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৮. রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, ব্যাখ্যা করো।
৯. দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
১০. সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
১১. Fe2+, Fe3+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী? ব্যাখ্যা করো।
১২. অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করো।
১৩. Zn-কে অবস্থান্তর ধাতু বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪