Ajker Patrika

রসায়ন প্রথম পত্র: সমীকরণ সঠিক করতে হবে

মো. আব্দুল মোত্তালেব
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫: ০৮
রসায়ন প্রথম পত্র: সমীকরণ সঠিক করতে হবে

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। রসায়ন বিষয়ে মিশ্রিত টাইপের পড়া বেশি। এখানে থাকে প্রতীক, সংকেত, সমীকরণ, অঙ্ক, ব্যাখ্যা ইত্যাদি। অঙ্ক সঠিক করতে হলে সমীকরণ সঠিক করতে হবে। কারণ, অঙ্ক করতে সমীকরণ প্রয়োজন। রসায়ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো। 

জ্ঞানমূলক প্রশ্ন (১ম পত্র)
১. আলফা কণা কী?
২. আইসোটোপ কী?
৩. কোয়ান্টাম সংখ্যা কী?
৪. অরবিটাল কী?
৫. আউফবাউ নীতি কী?
৬. হুন্ডের নীতি কী?
৭. বর্ণালী কী?
৮. দ্রাব্যতা কাকে বলে?
৯. পানির আয়নিক গুণফল কী?
১০. মৃৎক্ষার ধাতু কাকে বলে?
১১. Fe3+-এর ইলেকট্রন বিন্যাস লেখো?
১২. পর্যাবৃত্ত ধর্ম কী?
১৩. আয়নিকরণ বিভব কী?
১৪. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৫. তড়িৎ ঋণাত্মকতা কী?
১৬. পোলারায়ণ কী?
১৭. সিগমা বন্ধন কী?
১৮. লিগ্যান্ড কী?
১৯. পোলারিটি কাকে বলে?
২০. রাসায়নিক সাম্যাবস্থা কী?
২১. লা-শীতেলিয়ার নীতিটি বিবৃত করো।
২২. ভর ক্রিয়ার সূত্র কী?
২৩. PH-এর সংজ্ঞা লেখো?
২৪. বাফার দ্রবণ কী?
২৫. খাদ্য নিরাপত্তা কী?
২৬. অ্যান্টি অক্সিডেন্ট কী?
২৭. ভিনেগার কী?
২৮. মল্ট ভিনেগার কী?

অনুধাবনমূলক প্রশ্ন
১. পটাশিয়ামের ১৯তম ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s অরবিটালে যায় কেন?
২. 2d অরবিটাল অসম্ভব—ব্যাখ্যা করো?
৩. একটি লিগ্যান্ড ব্যাখ্যা করো।
৪. পলির বর্জন নীতি ব্যাখ্যা করো?
৫. রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, ব্যাখ্যা করো।
৬. চিকিৎসাক্ষেত্রে IR রশ্মি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৭. শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৮. রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, ব্যাখ্যা করো।
৯. দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
১০. সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
১১. Fe2+, Fe3+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী? ব্যাখ্যা করো।
১২. অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করো।
১৩. Zn-কে অবস্থান্তর ধাতু বলা হয় কেন?

মো. আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত