Ajker Patrika

এয়ারগানে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬: ৫০
এয়ারগানে   চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। রানার আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব। গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) গতকাল শনিবার সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন।

প্রতিযোগিতায় চারটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফ সভাপতি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২-এ বাংলাদেশ থেকে পদকপ্রাপ্ত ছয়জন শুটারের মাঝেও এদিন প্রাইজমানি বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত