Ajker Patrika

নরসিংদীতে মাদকসহ ৫ জন আটক

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
নরসিংদীতে মাদকসহ ৫ জন আটক

নরসিংদীতে ৫৯ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব ১১। গত সোমবার দুপুরে সদর থানাধীন কাউরিয়াপাড়া হতে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর থানার করিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী, মনির হোসেন, কাউরিয়াপাড়া (বাউলপাড়া) মহল্লার তাপস বাউল, ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) মহল্লার শহিদুল্লাহ ও রায়পুরা থানার সোনাকান্দি গ্রামের বাসিন্দা আহসান উল্লাহ।

নরসিংদী র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান বলেন, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, র‍্যাবের হাতে ফেনসিডিলসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত