Ajker Patrika

মহাসড়কে কাজের গতি বাড়ানোর দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৫
মহাসড়কে কাজের  গতি বাড়ানোর দাবি

গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজের গতি বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি ও জিলা মোটর মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পরিবহন শিল্পসহ সব ব্যবসায়িক মহলকে রক্ষা করার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটালে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। ধীর গতির চলমান কাজে দুর্ভোগের পাশাপাশি পরিবহন মালিকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ময়মনসিংহ থেকে গাজিপুর পর্যন্ত যেতে ১ ঘণ্টা ১৫ মিনিট সময় লাগলেও গাজিপুর থেকে ঢাকা মহাখালী যেতে সময় লাগছে ৩ থেকে ৫ ঘণ্টা। এতে সাধারণ যাত্রীসহ চালকদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ সময় এফবিসিসিআই সহসভাপতি ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম বলেন, ‘শুধুমাত্র ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা চলাচলের উপযোগী চাই। রাস্তার ওপরে যত্রতত্র ট্রাক ও সরঞ্জামাদি চাই না। প্রতিদিন সব মিলিয়ে দুই কোটি টাকার মতো নষ্ট হচ্ছে। কিন্তু ১০ কোটি টাকা একসঙ্গে খরচ করলেই রাস্তাটা চলাচলের উপযোগী হয়। তিন বছর মেয়াদি রাস্তা ছয় বছরেও কাজ শেষ না হওয়া হতাশা ছাড়া কিছুই নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান, সহসভাপতি শ্যামল দত্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত