Ajker Patrika

একই জমিতে পেঁপে ও আলু চাষ

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০০
একই জমিতে পেঁপে   ও আলু চাষ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের কৃষক বাবলু মিয়া (৫৫)। নিজস্ব দেড় বিঘা জমিতে একই সঙ্গে আলু ও পেঁপে চাষ করেছেন। ইতিমধ্যে খেতে আলু গাছ বের হয়েছে, পেঁপে গাছগুলোও বড় হচ্ছে। সমন্বিত পদ্ধতিতে সাথি ফসলের চাষাবাদ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন শৌখিন এই চাষি। আলু এবং পেঁপের ফলন থেকে প্রায় চার লাখ টাকা আয় করার আশা করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বারাইপাড়া এলাকার ছোট যমুনা নদীর পাশে দেড় বিঘা জমিতে রোপণ করা হয়েছে সাদা পাটনাই জাতের আলু। ফাঁকে ফাঁকে উন্নত জাতের ৩৭৫টি পেঁপে গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। খেতে কোনো রাসায়নিক সার ব্যবহার করেননি বাবলু মিয়া। নিজের উৎপাদিত কম্পোস্ট সার ব্যবহার করেছেন।

বাবলু মিয়া জানান, নিজস্ব চিন্তা থেকে সমন্বিত চাষাবাদ শুরু করেছেন। খেতের আলুগাছ ধীরে ধীরে বেড়ে উঠছে। পাশাপাশি বেড়ে উঠছে পেঁপে গাছ। আগামী তিন-চার মাস পর এক একটি গাছ থেকে ৫০-৮০ কেজি পর্যন্ত পেঁপে সংগ্রহ করা যাবে। তাঁর দেখাদেখি গ্রামের অনেকেই সাথি ফসল চাষে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানান তিনি।

পার্শ্ববর্তী গ্রামের মকছেদুল জানান, বাবলু মিয়ার দেখাদেখি তিনিও তাঁর এক বিঘা জমিতে সাথি ফসলের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, উপজেলার উর্বর মাটি ফসল উৎপাদনে খুবই সহায়ক। রোগ-বালাইয়ের আক্রমণ ছাড়াই চাষিরা যেন ফসল ফলিয়ে লাভবান হতে পারেন সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত