Ajker Patrika

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ-সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ০৪
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ-সমাবেশ

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ -সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ‘দাম কমাও-জান বাঁচাও দিবস’ স্লোগানে সিপিবি জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্বে করেন মকবুল হোসেন। এ সময়

বক্তব্য দেন কৃষক নেতা আব্দুর রাজ্জাক, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন কান্তি দাসসহ সিপিবির জেলা কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে আড়াই কোটি মানুষ বেকার হয়ে পড়েছে। তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ায় দেশের ৯৯ শতাংশ মানুষের ক্রয় ক্ষমতা প্রকৃত আয়ের বাইরে। সেই সঙ্গে এক শতাংশ মানুষের জন্য লুটপাট চালানোর সুযোগ করে দিয়ে অকল্পনীয় পরিমাণ সম্পদ আত্মসাৎ করার ও তার বিশাল অংশ বিদেশে পাচার করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এই অবস্থার অবসানের জন্য জনগণকে ঘুরে দাঁড়াতে হবে। রুটি-রুজি, ভাত-কাপড়, ভোট-গণতন্ত্রের দাবিতে এই সংগ্রাম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত