Ajker Patrika

সিলেটে সুবিধাবঞ্চিতদের ২ টাকায় শীতের পোশাক

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
সিলেটে সুবিধাবঞ্চিতদের ২ টাকায় শীতের পোশাক

সিলেটে মাত্র ২ টাকায় সুবিধাবঞ্চিতদের শীতের পোশাক দিয়েছে ‘নিঃস্বার্থ পরিবার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকায় শীতের পোশাক বিক্রির অস্থায়ী এক দোকানে পোশাকগুলো বিক্রি করা হয়।

নিঃস্বার্থ পরিবারের সদস্য নাঈম আহমদ জানান, গত ৪ বছর ধরে ‘নিঃস্বার্থ পরিবার’ সংগঠনের কিছু উদ্যমী তরুণ সদস্য কাজ করে যাচ্ছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য। ‘চাঁন্দের হাট’ নাম দিয়ে তাঁদের ব্যতিক্রমী এ দোকান দ্বিতীয়বারের মতো বসিয়েছেন।

এর আগে গত বছর ঈদুল ফিতরের সময়ও তাঁরা এ হাট বসিয়েছিলেন। সে সময় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিক্রি করেছিলেন ঈদের পোশাক। এবার এ সংখ্যা বাড়িয়ে ৪০০ করা হয়েছে।

নাঈম আহমদ জানান, সংগঠনের সদস্য সংখ্যা দেড় শতাধিক। তাঁদের মধ্যে ৬০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন। সবাই শিক্ষার্থী। নিজেদের খরচের টাকা বাঁচিয়ে মাসিক চাঁদা দেন তাঁরা। বছর শেষে এ টাকা থেকেই কেনা হয় পোশাক।

প্রথম দিন গত শুক্রবার ২ শতাধিক শীতের পোশাক বিক্রি হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাকি ২০০ পোশাক বিক্রি করা হয় চা শ্রমিকদের সন্তানদের মাঝে।

বিনা মূল্যে না দিয়ে মাত্র ২ টাকা মূল্য রাখা প্রসঙ্গে নাঈম বলেন, নিজের টাকায় কেনার আনন্দ বেশি। তাই ২ টাকা দিয়ে হলেও তারা যখন কিনবে তখন এটা আর দান থাকবে না। বরং কিনে ব্যবহারের আনন্দটা তারা পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত