Ajker Patrika

বড়লেখায় ক্রিকেটার এবাদতকে সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০২
বড়লেখায় ক্রিকেটার এবাদতকে সংবর্ধনা

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান ক্রিকেটার এবাদত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা ক্রীড়া সংস্থা এ সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুর রহমান, সাবেক ফুটবলার কমর উদ্দিন, ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এবাদত হোসেন বলেন, ‘আমার স্বপ্ন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া। ক্রিকেটে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনতে দোয়া চাই।’

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে বড়লেখা থেকে যেন তাঁর মতো জাতীয় পর্যায়ের আরও ক্রিকেটার তৈরি হয়, সে লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ড জয়ের পর বৃহস্পতিবার প্রথম গ্রামের বাড়িতে এবাদত হোসেন চৌধুরী তাঁর বাবা-মা ও পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে ক্রিকেটপ্রেমীরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। ইবাদত উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের সাবেক বিজিবি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও সামিয়া বেগম চৌধুরী দম্পতির ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত