Ajker Patrika

আহ্বায়ক কমিটিতে ২৬ বছর

নড়াইল প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭: ১৩
আহ্বায়ক কমিটিতে ২৬ বছর

নড়াইলের একসময়কার শক্তিশালী সংগঠন আওয়ামী যুবলীগ এখন বেহাল। দীর্ঘ ২৬ বছর জেলা যুবলীগের সম্মেলন হয় না। ফলে ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা অধিকাংশ ছাত্রনেতা এখন হতাশ। রাজনীতি থেকেও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাঁরা। বছরের পর বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলছে সংগঠনটি। জেলাসহ বিভিন্ন ইউনিটের সম্মেলন সম্পন্ন করার দবি যুবলীগের তৃণমূল পর্যায়ের নেতাদের।

দীর্ঘ বছর পর গত বুধবার দুপুরে নড়াইল জেলা পরিষদের হলরুমে যুবলীগের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের উপস্থিতিতে নেতারা এ দাবি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১৮ অক্টোবর জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিজাম উদ্দিন খান নিলু সভাপতি এবং বাবুল সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত নির্বাচিত হন। এর ১০ বছর পর ২০০৫ সালের ৩ মার্চ বাবুল সাহাকে আহ্বায়ক করে গঠিত হয় ৬৫ সদস্য আহ্বায়ক কমিটি। এর ১৩ বছর পর সর্বশেষ ২০১৮ সালের ৪ মার্চ মো. ওয়াহিদুজ্জামানকে আহ্বায়ক ও মো. ফরহাদ হোসেন, গাউসুল আজম মাসুম এবং মাহফুজুর রহমান মাহফুজকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটি এখনো বহাল রয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু বলেন, দীর্ঘ ২৬ বছর যুবলীগের সম্মেলন হয় না। ফলে যুবলীগ এখন নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। সংগঠনকে গতিশীল করতে, নিষ্ক্রিয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে, সামনের দিনের আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন মোকাবিলা করতে যুব লীগের সম্মেলনের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

এদিকে বর্ধিত সভা শুরু হওয়ার আগে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হলরুমের মধ্যে বিভিন্ন ইউনিটের প্রতিনিধি হিসেবে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় সদরের বুড়িখালী গ্রামের যুবলীগ কর্মী আজমীরের মাথা ফেটে যায় এবং যুবলীগের ৩-৪ জন নেতা-কর্মীকে লাঞ্ছিত করা হয়।

জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. ফরহাদ হোসেন সভার পূর্বে বিশৃঙ্খলার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা আগামী ৩ মাসের মধ্যে পৌরসভা ও থানার সম্মেলন সম্পন্ন করে জেলা ইউনিটের সম্মেলনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, তবে আগে জেলা ইউনিটের সম্মেলন করে ওয়ার্ড, পৌর ও থানা ইউনিটের সম্মেলন হলে ভালো হতো। কেন্দ্রীয় নেতারা দলকে শক্তিশালী করতে বর্ধিত সভা করায় স্থানীয় নেতাদের মধ্যে আশার আলোর সঞ্চার হয়েছে। খুব দ্রুতই যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত