Ajker Patrika

ব্যাংকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ০৮
ব্যাংকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহক আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি এই অভিযোগ করেন।

অভিযোগকারী জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

রনি বলেন, ‘৫ সেপ্টেম্বর সকালে আমার চলতি অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়। ওই সময় আমি বকশীগঞ্জের বাইরে ছিলাম। টাকা দেওয়ার সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার নিয়ম রক্ষা করেননি। অ্যাকাউন্টের মালিককে ফোন দেওয়ার কথা থাকলেও ফোন দেওয়া হয়নি। চেকের পেছনে টাকা গ্রহণকারীর মোবাইল নম্বরও নেওয়া হয়নি। সেদিন সিসি ক্যামেরা নষ্ট ছিল বলে দাবি করেন ব্যাংক কর্তৃপক্ষ। আমার ধারণা ব্যাংকের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী এর সঙ্গে জড়িত। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

ব্যাংকের ক্যাশিয়ার পরিমল সরকার ও মুজাহিদীন ইসলাম বলেন, চেক নিয়ে আসা ব্যক্তি আমাদের মুখ পরিচিত তাই নিয়ম রক্ষা করা হয়নি। আমরা তাঁকে দ্বিতীয়বার দেখলে চিনতে পারব।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত