Ajker Patrika

তিন উপজেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭: ০৬
তিন উপজেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর তিন উপজেলা দুর্গাপুর, চারঘাট ও বাঘায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্গাপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবার দুই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যানেরা আবারও দলটির মনোনয়ন পেয়েছেন। বাকি চারটিতে এসেছে নতুন মুখ। উপজেলার ছয় ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন কিসমত গনকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, নওপাড়া ইউনিয়নে সাইফুল ইসলাম, পানানগর ইউনিয়নে আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউনিয়নে আহসান হাবিব, ঝালুকা ইউনিয়নে মো. আকতার আলী ও জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান।

ঝালুকা ইউনিয়নের নৌকার প্রার্থী আকতার আলী বলেন, তিনি এবারের নতুন মুখ। এলাকায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি ভরসা রাখায় আরও আশাবাদী তিনি।

চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নৌকা প্রতীক পেয়েছেন উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, নিমপাড়া ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ইউসুফপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান শফিউল আলম রতন, সদর ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান ফজলুল হক ও শলুয়া ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ।

বাঘা উপজেলার আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এতে আড়ানী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বাউসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক এবং চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডি এম মনোয়ার বাবলু নৌকা প্রতীক পেয়েছেন।

আওয়ামী লীগের দলীয় প্রধান স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন রফিকুল ইসলাম রফিক, শফিকুর রহমান শফিক, ডিএম বাবলু মনোয়ার।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ