Ajker Patrika

হেঁটে ৬৪ জেলা ভ্রমণ শুরু ইকবালের

কক্সবাজার প্রতিনিধি
হেঁটে ৬৪ জেলা ভ্রমণ শুরু ইকবালের

দেশের ৬৪ জেলা হেঁটে ভ্রমণ করবেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কলেজশিক্ষার্থী ইকবাল মণ্ডল ইউসুফ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি এই যাত্রা শুরু করেছেন। ইকবাল তাঁর এই ভ্রমণের সময় মাদকবিরোধী সচেতনতামূলক প্রচার, বৃক্ষনিধন বন্ধ এবং জীবন বাঁচাতে রক্তদানে উৎসাহ বাড়াতে প্রচার চালাবেন।

ইকবাল রাজবাড়ীর কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় ড. আবুল হোসেন কলেজের বিকম প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইকবাল জানান, তিনি ৫৫ দিনে সব জেলা ভ্রমণ করতে চান। এই যাত্রায় তিনি ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন।

পুরো দেশ চষে বেড়ানোর সময় ইকবাল তিনটি বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালাবেন। মাদকবিরোধী সচেতনতামূলক প্রচার, বৃক্ষনিধন বন্ধ এবং জীবন বাঁচাতে রক্তদানে উৎসাহ বাড়ানো।

ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। যুবসমাজ মাদকে ডুবে আছে। এই পরিস্থিতি থেকে বের হতে সচেতনতার বিকল্প নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত