Ajker Patrika

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজুল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৫
Thumbnail image

ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হলেন নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ। গতকাল মঙ্গলবার দুপুরে মিলব্যারাক পুলিশ লাইন কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও সেবাসমূহ সার্বিক বিষয়ে ভালো অবদানের জন্য ঢাকা জেলা থেকে তাঁকে নভেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ এ পুরস্কার দেওয়া হয়।

ওসি আরও বলেন, ‘আমি আশা করছি আমার থানার সবাই আমার পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহযোগিতা করবেন।’

সিরাজুল ইসলাম শেখ ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত