Ajker Patrika

৫ হাজার মেট্রিক টন ধান চাল কেনার লক্ষ্য নির্ধারণ

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ১৮
৫ হাজার মেট্রিক টন ধান চাল কেনার লক্ষ্য নির্ধারণ

চলতি আমন মৌসুমে মিঠাপুকুর উপজেলায় সরকারিভাবে প্রায় ৫ হাজার মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ধান ২ হাজার ১০১ মেট্রিক টন এবং চাল ২ হাজার ৮৬৪ মেট্রিক টন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ জানান, কৃষকেরা কৃষক অ্যাপে নিবন্ধন করে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবেন। যেসব কৃষকের আগে নিবন্ধন করা আছে, তাঁদের আর নিবন্ধন করতে হবে না। তাঁরা আবেদন করলেই হবে। আগে যারা কৃষক অ্যাপে নিবন্ধন করেননি, তাঁদের নিবন্ধন করতে হবে।

সোহেল আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে সহজেই নিবন্ধন করা যাবে। কৃষকদের সহযোগিতা করার জন্য ইউপি সচিব ও তথ্য উদ্যোক্তাদের দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সচিব ও তথ্য উদ্যোক্তাদের অংশগ্রহণে এ বিষয়ে অবহিতকরণ সভা করা হয়।

খাদ্য কর্মকর্তা আরও জানান, কৃষক অ্যাপে নিবন্ধন করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন কৃষকেরা। তাঁরা ইচ্ছে করলে গুগল প্লে স্টোর থেকে কৃষক অ্যাপ ডাউনলোড করে নিজেরারও নিবন্ধন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর থাকলেই নিবন্ধন করা যায়।

খাদ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ধান বিক্রির জন্য কৃষক অ্যাপে নিবন্ধন ও আবেদন করা যাবে। কৃষক অ্যাপের মাধ্যমে মিঠাপুকুরসহ দেশের ২৫০টি উপজেলায় কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত