Ajker Patrika

বিজ্ঞান অলিম্পিয়াডে ১৫ জন পুরস্কৃত

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৯
Thumbnail image

মির্জাপুরে উপজেলা পর্যায়ের বিজ্ঞানবিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ১৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে গত সোমবার উপজেলার ১৬টি মাধ্যমিক ও ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা যাতে জেলা ও জাতীয় পর্যায়ের পুরস্কার নিয়ে আসতে পারে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত