Ajker Patrika

কুয়েটে বঙ্গবন্ধু কর্নার চালু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
কুয়েটে বঙ্গবন্ধু কর্নার চালু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে এবং জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্থাপন করা হলো ‘বঙ্গবন্ধু কর্নার’। গত বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।

জানা গেছে, কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলার প্রবেশদ্বারে এটি স্থাপন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জনকের ডাকে জাতির মুক্তি’ শিরোনামে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে পৃথক তিনটি মেটাল ওয়ার্ক দ্বারা একটি শিল্পকর্ম করা হয়েছে। করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সঙ্গে জীবন ও রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন উপদেশ তুলে ধরা হয়েছে।

সেখানে হাতে আঁকা বঙ্গবন্ধুর তিনটি ছবি রয়েছে। কেন্দ্রের মধ্যে ছোট একটি লাইব্রেরিও রয়েছে। এখানে মোট ২৭৭টি আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি-জীবন, রাষ্ট্রপরিচালনা সব পর্যায়ের ফটোবায়োগ্রাফি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে। এ ছাড়া সাল অনুযায়ী বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত ছবির নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।

নবনির্মিত এই বঙ্গবন্ধু কর্নারে রয়েছে দুর্লভ সব আলোকচিত্র। সেখানে সাদাকালো ফ্রেমে আলোছায়ার মাঝে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত