Ajker Patrika

লোকসানের মুখে বন্ধ হচ্ছে মুরগির খামার

সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
আপডেট : ১১ জুন ২০২২, ১২: ১৪
লোকসানের মুখে বন্ধ হচ্ছে মুরগির খামার

প্রতিনিয়ত বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। কিন্তু সে অনুপাতে দাম বাড়ছে না মুরগির। ফলে চরম লোকসানের মুখে ফুলবাড়িয়ার পোলট্রি খামারিরা। ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলান করতে না পারায় ধ্বংসের দ্বারপ্রান্তে এই শিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট অনেক খামার। আর এতে করে বাড়ছে বেকারত্বের চাপ।

এ অবস্থায় আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাচ্চা ও খাবারের দাম কমানোসহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা।

তারা বলছেন, ক্রমাগত ছোট ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে সব ধরনের ডিম এবং মুরগির মাংসের দাম আরও বেড়ে যাবে।

ফুলবাড়িয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলা লেয়ার মুরগির ২ হাজার ৭০টি, ব্রয়লার মুরগির ২ হাজার ২০০টি, সোনালি মুরগির ১০০টি খামার রয়েছে। সব মিলিয়ে উপজেলায় পোলট্রি খামার রয়েছে ৪ হাজার ৩৭০টি। তবে ডিলারদের হিসেবে এ সংখ্যা আরও বেশি।

গত কয়েক দিন উপজেলার এনায়েইত পুর, রাঙ্গামাটিয়া, ভবানী পুর, কালাদসহ বেশ কয়েকটি ইউনিয়নের খামার ঘুরে দেখা, মুরগির বাচ্চা আর খাদ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে অনেক খামারি মুরগি পালন বাদ দিয়েছেন। কেউবা পুঁজি হারানোর ভয়ে একেবারেই খামার গুটিয়ে নিয়েছেন।

মুরগির খামারি লাল মামুদ বলেন, ‘রাঙ্গামাটিয়া ইউনিয়নে তিন শতাধিক খামার আছে। নতুন করে মুরগি তুলেছেন এমন খামারি সর্বোচ্চ ৫০ জনের বেশি হবে না। লোকসানের ভয়ে অনেক খামারি মুরগি তুলছেন না।’

ফুলবাড়িয়া পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বেশি। দেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানের মুখে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’ ’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো খামার একেবারে বন্ধ হয়নি। মুরগির খাদ্যের দাম বেশি তাই কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। তবে দাম কমলে তাঁরা আবার ব্যবসায় ফিরে আসবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত