নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন কোনো সমাধান নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন গণসচেতনতা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যে দেশে যত বেশি লকডাউন হয়েছে, সে দেশের অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
করোনা নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘করোনা নিয়ে আমরা শঙ্কিত। এমনও হতে পারে যে আমাদের করোনা নিয়েই চলতে হতে পারে। এটা জীবনের অংশ হয়ে থেকে যেতে পারে। এটা নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা। সরকার হয়তো সেটাই করবে। আর লকডাউনে যাবে না। যেহেতু পৃথিবীর অন্যান্য দেশ আপাতত লকডাউনে যাচ্ছে না।’
গত কয়েক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যায়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এ রকম পরিস্থিতিতে ব্যবসায়ীদের এ নেতা বলেন, ‘কেবল মাস্ক পরলে ৮০ শতাংশ করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।’ তাঁর আশা, করোনার টিকাদান আরও সহজ হবে। মানুষ যাতে সহজে টিকা নিতে পারে, সেজন্য বিশেষ ক্যাম্প করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে টিকা দেওয়ায় সহায়ক উদ্যোগ নিতে হবে। বিশেষ করে পোশাক কারখানার কর্মচারীদের টিকা গ্রহণে সব ধরনের সুযোগ নিশ্চিত করতে হবে মালিকদের।’
করোনা মহামারির প্রথম বছরে লকডাউনে শিল্পকারখানা দুই সপ্তাহ বন্ধ ছিল। ওই সময় যেসব শ্রমিক গ্রামে চলে গেছেন, তারমধ্যে ১০ শতাংশ শ্রমিক আর কারখানায় ফিরে আসেননি। এতে পোশাক প্রস্তুত বাধাগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন ও রপ্তানি কমে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে প্রচুর ক্রয়াদেশ আসছে। কিন্তু উৎপাদনের জন্য কারখানায় কারিগরি ও দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। সব মিলে পোশাক কারখানাগুলোয় ১৫ শতাংশ শ্রমিক ঘাটতি রয়েছে। কিন্তু দেশে উচ্চশিক্ষিত ও এমবিএ পাস লোকের অভাব নেই। এজন্য দেশে বিশেষায়িত ও কারিগরি শিক্ষিত বাড়াতে হবে। প্রয়োজন খাতভিত্তিক প্রশিক্ষণ ইনস্টিটিউট।’
সামনে করপোরেট ঋণে বড় ঝুঁকি আছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘উন্নত দেশ হতে হলে বিনিয়োগ বাড়াতে হয়। চলমান রাখতে হবে অর্থনৈতিক কার্যক্রম। এজন্য ব্যাংক ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকগুলো বড় ঋণ থেকে ছোট ঋণের দিকে এগোচ্ছে। সামনে করপোরেট ঋণে বড় ঝুঁকি দেখা দিতে পারে। তাই আমরা ছোট ঋণে ব্যাংকগুলোর মনোযোগ বাড়াতে চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের উচিত ছোটদের ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করা।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। কম্প্রিহেনসিভ অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। যেমন ভিয়েতনামের মতো দেশ ইতিমধ্যে ৩২টি দেশের সঙ্গে এফটিএ করেছে। আর চতুর্থ শিল্পবিপ্লব, এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ, টেকসই প্রভৃতির বিষয়ে অধিক মনোযোগ দিতে হবে। পাশাপাশি বিভিন্ন খাতভিত্তিক উন্নয়নে গুরুত্বারোপ করতে হবে। বিশেষ করে কৃষি, প্রকৌশল, প্রযুক্তি, আইন, গবেষণা ও ভ্যাট প্রভৃতি খাতে বিশেষ প্যানেল নিয়োগ দিতে হবে।’
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন কোনো সমাধান নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন গণসচেতনতা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যে দেশে যত বেশি লকডাউন হয়েছে, সে দেশের অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
করোনা নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘করোনা নিয়ে আমরা শঙ্কিত। এমনও হতে পারে যে আমাদের করোনা নিয়েই চলতে হতে পারে। এটা জীবনের অংশ হয়ে থেকে যেতে পারে। এটা নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা। সরকার হয়তো সেটাই করবে। আর লকডাউনে যাবে না। যেহেতু পৃথিবীর অন্যান্য দেশ আপাতত লকডাউনে যাচ্ছে না।’
গত কয়েক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যায়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এ রকম পরিস্থিতিতে ব্যবসায়ীদের এ নেতা বলেন, ‘কেবল মাস্ক পরলে ৮০ শতাংশ করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।’ তাঁর আশা, করোনার টিকাদান আরও সহজ হবে। মানুষ যাতে সহজে টিকা নিতে পারে, সেজন্য বিশেষ ক্যাম্প করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে টিকা দেওয়ায় সহায়ক উদ্যোগ নিতে হবে। বিশেষ করে পোশাক কারখানার কর্মচারীদের টিকা গ্রহণে সব ধরনের সুযোগ নিশ্চিত করতে হবে মালিকদের।’
করোনা মহামারির প্রথম বছরে লকডাউনে শিল্পকারখানা দুই সপ্তাহ বন্ধ ছিল। ওই সময় যেসব শ্রমিক গ্রামে চলে গেছেন, তারমধ্যে ১০ শতাংশ শ্রমিক আর কারখানায় ফিরে আসেননি। এতে পোশাক প্রস্তুত বাধাগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন ও রপ্তানি কমে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে প্রচুর ক্রয়াদেশ আসছে। কিন্তু উৎপাদনের জন্য কারখানায় কারিগরি ও দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। সব মিলে পোশাক কারখানাগুলোয় ১৫ শতাংশ শ্রমিক ঘাটতি রয়েছে। কিন্তু দেশে উচ্চশিক্ষিত ও এমবিএ পাস লোকের অভাব নেই। এজন্য দেশে বিশেষায়িত ও কারিগরি শিক্ষিত বাড়াতে হবে। প্রয়োজন খাতভিত্তিক প্রশিক্ষণ ইনস্টিটিউট।’
সামনে করপোরেট ঋণে বড় ঝুঁকি আছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘উন্নত দেশ হতে হলে বিনিয়োগ বাড়াতে হয়। চলমান রাখতে হবে অর্থনৈতিক কার্যক্রম। এজন্য ব্যাংক ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকগুলো বড় ঋণ থেকে ছোট ঋণের দিকে এগোচ্ছে। সামনে করপোরেট ঋণে বড় ঝুঁকি দেখা দিতে পারে। তাই আমরা ছোট ঋণে ব্যাংকগুলোর মনোযোগ বাড়াতে চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের উচিত ছোটদের ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করা।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। কম্প্রিহেনসিভ অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। যেমন ভিয়েতনামের মতো দেশ ইতিমধ্যে ৩২টি দেশের সঙ্গে এফটিএ করেছে। আর চতুর্থ শিল্পবিপ্লব, এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ, টেকসই প্রভৃতির বিষয়ে অধিক মনোযোগ দিতে হবে। পাশাপাশি বিভিন্ন খাতভিত্তিক উন্নয়নে গুরুত্বারোপ করতে হবে। বিশেষ করে কৃষি, প্রকৌশল, প্রযুক্তি, আইন, গবেষণা ও ভ্যাট প্রভৃতি খাতে বিশেষ প্যানেল নিয়োগ দিতে হবে।’
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫