Ajker Patrika

সাহারা খাতুন সারা জীবন দেশের জন্য কাজ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০: ১২
সাহারা খাতুন সারা জীবন দেশের জন্য কাজ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্য়াডভোকেট সাহারা খাতুন জীবনের পুরো সময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন বলে মন্তব্য় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সাহারা খাতুন এমন নেতা ছিলেন, যাঁর মধ্যে না বলে কোনো শব্দ ছিল না। তাঁর মধ্যে কোনো লোভ বা চাওয়া-পাওয়া ছিল না। সাহারা খাতুনকে যেখানে আমন্ত্রণ বা দাওয়াত করা হতো, তিনি সেখানেই যেতেন। তিনি কখনো কাউকে না করতেন না।’

রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্য়াডভোকেট সাহারা খাতুনের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর জন্মস্থান ক্যান্টনমেন্ট এলাকা হলেও বেশির ভাগ সময় তেজগাঁও থাকতেন। আমার বাসা ঠিক তাঁর বাসার বিপরীতে ছিল। প্রায় সময় তাঁর বাসায় যেতাম। তখন তাঁর বাসায় অনেক মানুষের ভিড় দেখা যেত। তিনি সবার সঙ্গেই কথা বলতেন, সবার কথাই তিনি শুনতেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহারা খাতুন সব সময় আমাদের স্নেহের মধ্যে রেখেছিলেন। আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে তাঁকে দেখা গেছে। মানুষকে কাছে টানার যে দক্ষতা, সেটি তাঁর মধ্যে ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সাহারা আপা প্রধানমন্ত্রীর খুব প্রিয় মানুষ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অসুস্থ হয়ে পড়তেন, তখন সাহারা আপা সজাগ হয়ে উঠতেন।’

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান বলেন, ‘সাহারা খাতুন আপার মধ্যে কোনো অহংকার ছিল না। দাম্ভিকতা ছিল না। তিনি সব সময় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন। আপা তাঁর পরিবারের জন্য ভাবতেন না। ক্ষমতা ব্যবহার করে তাঁর পরিবারের যেসব সদস্যরা জোর খাটাতেন, তাঁদের সবাইকে তিনি দলের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি বলতেন দলের নেতা-কর্মীরাই আমার সন্তান। তাদের কারণে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি।’

উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর অতিরিক্ত সচিব এন আই খান, লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানারা ইমাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত