Ajker Patrika

নতুন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রাণ-আরএফএল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার থেকে
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৭
নতুন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রাণ-আরএফএল

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল তেল-আটা, ময়দাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, পোলট্রি ব্যবসায়ের পাশাপাশি মোবাইল ফোন উৎপাদনে আসছে। এ ছাড়া গার্মেন্ট, জুতা, গ্লাসওয়্যারসহ বিভিন্ন খাতে বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে আরও বিনিয়োগ বাড়াচ্ছে। এজন্য প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এর ফলে ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের ৪০ বছর উদ্‌যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এসব কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সয়াবিন বীজ প্রসেসিং ও তেল পরিশোধন, আটা, লবণ, ডাল, স্টার্চ, ফিডমিলসহ কয়েকটি পণ্য উৎপাদনের লক্ষ্যে গাজীপুরের মুক্তারপুরে কালিগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড (কেএপিএল) নামে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে প্রাণ-আরএফএল গ্রুপ। ১৮০ বিঘা আয়তনের এ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখন স্থাপনা নির্মাণ ও মেশিন বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্মার্ট ও ফিচার ফোনের পাশাপাশি হেডফোন, ব্যাটারি, চার্জারসহ বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ উৎপাদন করবে আরএফএল গ্রুপ।

কামরুজ্জামান কামাল বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে একটি টেকসই শিল্পগ্রুপ হিসেবে নেতৃত্ব দিতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত