Ajker Patrika

ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৩

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩০
ফুলতলা স্বাস্থ্য  কমপ্লেক্সে সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৩

ফুলতলায় হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছিল।

আহতদের মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে ও রোববার সকালে মা ও ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুরে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর আত্মীয় সলেমানের সঙ্গে অপর রোগীর আত্মীয় তানজিয়া খাতুন আশার সঙ্গে কাটাকাটি ও গালিগালাজ শুরু হয়। এ নিয়ে কমপ্লেক্সের ভেতরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হন।

তবে আহতদের মধ্যে বিউটি বেগমের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ব্যাপারে বিউটি খাতুনের স্বামী মিজানুর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন।

এ ব্যাপারে ওসি মোঃ ইলিয়াস তালুকদার জানান, মামলার পর পরই দুই জন এবং রোববার অপর এক জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত