Ajker Patrika

কাজিকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগ নেতা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
কাজিকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগ নেতা

পটুয়াখালীর দশমিনায় বিয়ের পর কাজিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান সেরনিয়াবাদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাজিকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার মাওলানা মো. খলিলুর রহমান (৪৭) একই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি)।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মো. হাসানের (২৮) বিয়েতে কাজি উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ধার্যকৃত ১০ লাখ টাকা দেনমোহর হিসেবে কাবিননামা সম্পাদন করেন। পরে একই রাতে ২টার দিকে ছাত্রলীগ নেতা হাসানসহ তাঁর লোকজন খলিলুর রহমানের বসতবাড়িতে ঢুকে দেনমোহর হিসেবে অতিরিক্ত টাকা লেখা হয়েছে বলে তাঁকে পিটিয়ে আহত করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সেরেনিয়াবাদ বলেন, ‘কাজীকে মারধর কারার ঘটনা মিথ্যা। এসব মিথ্যা অপপ্রচার।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত