Ajker Patrika

এলেঙ্গা-বল্লা সড়কের সরকারি গাছ বিক্রির অভিযোগ‍

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৭: ৪৪
এলেঙ্গা-বল্লা সড়কের সরকারি গাছ বিক্রির অভিযোগ‍

কালিহাতীর এলেঙ্গা-বল্লা আঞ্চলিক সড়কের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে আলমগীর হোসেন ওয়াদুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে উপজেলার কালোহা এলাকার পোষনা বন্ধু বাজারে সড়কের দক্ষিণ পাশের ১০টি মেহগনি গাছ বিক্রির অভিযোগ।

অভিযুক্ত আলমগীর হোসেন ওয়াদুদ উপজেলার হাসড়া গ্রামের বাসিন্দা। পৌজানের করাত কল মালিক ছানোয়ার হোসেন গাছগুলো কিনেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আলমগীর হোসেন ওয়াদুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে রিয়াদ বলেন গাছগুলো আমাদের জমির সীমানা সংলগ্ন। তাই ওই গাছগুলো আমার বাবা বিক্রি করেছেন।

গাছের ক্রেতা ছানোয়ার হোসেন বলেন, ‘হাসড়ার আলমগীর হোসেন ওয়াদুদ ১০টি মেহগনি গাছ ২৭ হাজার টাকায় বিক্রি করেছেন। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষয়টি অবগত আছেন।’

তিনি আরও বলেন, সরকারি রাস্তার পাশের গাছগুলো আমি কিনে নিয়ে কাটতে শুরু করেছি, দুদিনের মধ্যেই গাছগুলো কাটা শেষ হয়ে যাবে।

পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন পত্রিকাকে বলেন, পারিবারিক কাজে গত কয়েকদিন ঢাকায় ছিলাম, আজই ফিরেছি। তারপরও তো মোবাইলে কেউ না কেউ বিষয়টি সম্পর্কে আমাকে অবগত করতে পারতো। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপসহকারী কর্মকর্তা (ভূমি) রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় বিষয়টি অবগত নই। অবৈধভাবে সরকারি গাছ বিক্রি বা ক্রয় করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। অতিদ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি দেখব। যদি সরকারি রাস্তার গাছ কেউ কেটে থাকেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত