Ajker Patrika

প্রার্থী তালিকায় নাম নেই, তবুও প্রচার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ৪৫
প্রার্থী তালিকায় নাম নেই, তবুও প্রচার

নির্বাচন কর্মকর্তার কাছে দেননি মনোনয়নপত্র জমা। বৈধ প্রার্থীর তালিকায় নেই তাঁর নাম কিন্তু তাঁকে পোস্টারিং এবং মাইকিং করতে দেখা যাচ্ছে। কাগজপত্রে চেয়ারম্যান পদে প্রার্থী না হলেও এমন প্রচার চালাচ্ছেন দুদু জোদ্দার। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে।

জানা গেছে, উপজেলার চিলমারী ইউনিয়নে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ওই তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেন। এরপর প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। প্রচারণা শুরুর পর হঠাৎ করেই দুদু জোদ্দার নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ঘোড়া প্রতীকে পোস্টারিং ও মাইকিং করে এলাকাবাসীর কাছে ভোট চাচ্ছেন।

হঠাৎ করেই দুদুর স্বতন্ত্র প্রার্থী হওয়া, প্রচারণা চালানোর কারণে ভোটারেরা যেমন বিভ্রান্ত হচ্ছেন তেমনি প্রশাসনের নীরবতায় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

দুদু জোদ্দারের বাড়ি চিলমারী ইউনিয়নের কড়াইবরিশালের নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকায়। তিনি এর আগেও উলিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম-৩ আসনে সংসদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে পোস্টারিং ও মাইকিং করে প্রচারণা চালিয়েছিলেন।

এ বিষয়ে দুদু জোদ্দার বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনেছি। আমি বৈধ প্রার্থী, এই জন্য প্রচার চালাচ্ছি।’

চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘চিলমারী ইউপিতে প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। দুদু জোদ্দার নামের কোনো চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। তিনি ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী নন। এ রকম ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত