Ajker Patrika

মার্কেট থেকে ৬৫০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেল দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৬
মার্কেট থেকে ৬৫০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেল দুজন

কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের পঞ্চম তলায় দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। গতকাল শনিবার ভোরে মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

মোহনা জুয়েলার্সের মালিক নির্মল কুমার গুপ্ত আজকের পত্রিকাকে জানান, তাঁর দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা চুরি হয়েছে। বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্সের মালিক বিপ্লব রায় জানান, তাঁর দোকান থেকে প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডসহ ৪ লাখ টাকা চুরি হয়েছে।

তা ছাড়া, মার্কেটসংলগ্ন একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শনিবার ভোর ৬টার দিকে লুঙ্গি পরা দুজন ব্যক্তি কাঁধে ব্যাগসহ দৌড়ে যাচ্ছেন। তাঁদের দৌড়াতে দেখেন হাঁটতে বের হওয়া দুজন নারী ও একজন পুরুষ।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মচারীরা। সকালে এসে দোকান খুলে তাঁরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি।’

ওসি বলেন, কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকেরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করে কাজ করছে।

বিপ্লবের অভিযোগ, দুর্গাপূজার সময় থেকে মার্কেটে সন্দেহভাজন লোকজন ঘোরাঘুরি করতে দেখেছেন। ওই বন্ধের মধ্যে একদিন দোকানে এসে দেখেছিলেন দুটি তালা খোলা। তবে মালামাল খোয়া যায়নি। পরে দোকান মালিক সমিতি জানায়, এটা কোনো সমস্যা না। মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নাকি ঠিক আছে। মার্কেট কর্তৃপক্ষকে নিরাপত্তা জেরাদারে আগেই ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্সের মালিক বিপ্লব বলেন, ‘১৮ বছর ধরে কাজ করা এক কর্মচারী ৩ ডিসেম্বর হঠাৎ করে চলে গেছেন। যে কারণে দোকানে কী পরিমাণ মালামাল ছিল তা নির্দিষ্ট করে বলা কঠিন, বলতে পারছি না।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) আজকের পত্রিকাকে বলেন, বাথরুমের দরজা দিয়ে চোর ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজন এরই মধ্যে শনাক্ত হয়েছে। এ ছাড়া মার্কেটের নিরাপত্তারও ঘাটতি ছিল বলে জানান ডিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত