Ajker Patrika

নকলায় ইউপি নির্বাচনে ১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৩০
নকলায় ইউপি নির্বাচনে ১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

শেরপুরের নকলায় ৯টি ইউপিতে ভোট আজ। ৯ ইউপির ৮২টি কেন্দ্রের মধ্যে ১৮টিই ঝুঁকিপূর্ণ।পুলিশ প্রশাসন বলছে, নির্বাচনে কোনো প্রার্থী বা তার কোনো কর্মী-সমর্থক বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, নির্বাচনে ৬ নম্বর পাঠাকাটা ও ৮ নম্বর চরঅষ্টধর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় এখানকার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

তবে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ১ নম্বর গণপদ্দী, ২ নম্বর নকলা, ৩ নম্বর উরফা, ৪ নম্বর গৌড়দ্বার, ৫ নম্বর বানেশ্বর্দী, ৭ নম্বর টালকী ও ৯ নম্বর চন্দ্রকোনা ইউপিতে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে লড়াই হবে। উভয় পক্ষে পাল্টাপাল্টি হুমকি-ধামকির কারণে এসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ২৩ নভেম্বর বিকেলে ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নে বাছুরআলগা গ্রামের দড়িপাড়ায় পোস্টার ছেঁড়াকে করে চন্দ্রকোনা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাজু সাইদ ছিদ্দিকী ও আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. কামরুজ্জামানের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কামরুজ্জামানের বড় ভাই অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, ভাতিজা উচ্ছাস, গাড়ি চালক রঞ্জু মিয়া ও মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থকেরা সীমা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত