Ajker Patrika

কালিয়াকৈর হানাদার মুক্ত দিবস আজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ৩১
কালিয়াকৈর হানাদার মুক্ত দিবস আজ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা। সেই থেকে দিনটি কালিয়াকৈর হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বিভিন্ন ব্রিজ-কালভার্ট উড়িয়ে দিয়ে ১৩ ডিসেম্বর রাত দুইটার পর আমরা পাকিস্তান হানাদার বাহিনীদের থেকে কালিয়াকৈরকে মুক্ত করি।’

কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. মো. সাহাবুদ্দিন আহসান বলেন, কালিয়াকৈরে কাদেরিয়া বাহিনী, আফসার গ্রুপ, হাকিম গ্রুপ, আনোয়ার গ্রুপ, দেওয়ান ইব্রাহীম ও আব্দুল ওয়াহাব মিয়ার গ্রুপে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা সক্রিয় ছিলেন। ১৪ ডিসেম্বর কালিয়াকৈর পাকিস্তানি হানাদার মুক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত