Ajker Patrika

টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ সারি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২১
Thumbnail image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত পণ্যের সরবারহ নেই বলে দাবি ডিলারদের।

উপজেলার ডিলার ও ক্রেতাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার থেকে নালিতাবাড়ী পৌর শহরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হয়। বাজারে এক লিটার সয়াবিন তেল ১৬০ থেকে ১৬৫ টাকা, চিনি ৭৫ থেকে ৮০ টাকা ও ডাল ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে টিসিবিতে একজন ক্রেতা এক কেজি ডাল ৬৫ টাকা, দুই লিটার তেল (প্রতি লিটার ১২০) ও এক কেজি চিনি ৬০ টাকায় কিনতে পারছেন। পণ্য তালিকায় পেঁয়াজ থাকলেও আপাতত পেঁয়াজের ঘাটতি রয়েছে।

তবে চাহিদা অনুযায়ী টিসিবির পণ্য কম বরাদ্দ পাচ্ছেন বলে জানিয়েছেন ডিলারেরা। এতে করে অনেকেই পণ্য কিনতে এসে খালি হাতে ফিরেছেন। গতকাল রোববার দুপুরে পৌরশহরের উত্তর বাজার এলাকায় দেখা যায় টিসিবির পণ্য বিক্রি করতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে করোনার ঝুঁকিতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অল্প সময়ের মধ্যেই পণ্যও শেষ হয়ে যায়। এতে ক্ষোভ দেখা যায় ক্রেতাদের মধ্যে।

ক্রেতা মুরাদ মিয়া বলেন, ‘বাজারে পণ্যের যে দাম। খুব বিপদে আছি ভাই। তাই টিসিবির পণ্য কিনতে হচ্ছে। করোনার চিন্তা কইরা তো এখন লাভ নাই। আগে খাইয়া জীবন বাঁচানো লাগবো।’

আজিমন বেগম বলেন, ‘অনেক সময় ধরে দাঁড়ায়া থাকার পর পণ্য কিনতে পায়ছি। তবে বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করলে খুব ভালো হতো। একই জায়গায় পুরুষদের সঙ্গে পাশাপাশি লাইনে দাঁড়াতে হচ্ছে। যা খুবই বিড়ম্বনার।’

নীলা রানী সরকার বলেন, ‘পণ্য কিনতে আসছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ায়া ছিলাম। পরে তারা বললো পণ্য শেষ। তাই এসে খালি হাতে ফিরে যাচ্ছি। রোদের মাঝে শুধু শুধু লাইনে দাঁড়াইয়া কষ্ট করলাম।’

টিসিবির ডিলার মানিক মিয়া বলেন, রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। যতদিন সরকার চাইবে ততদিন এটা চলবে। তবে চাহিদার বিপরীতে আমরা কম পণ্য বরাদ্দ পাচ্ছি। তাই অনেক ক্রেতা খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে আমরা নিরুপায়। বরাদ্দ বেশি পেলে সাধারণ মানুষ উপকৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত