Ajker Patrika

ভারতে কৃষক হত্যাকাণ্ড ছিল ‘পূর্বপরিকল্পিত’

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৫
ভারতে কৃষক হত্যাকাণ্ড ছিল ‘পূর্বপরিকল্পিত’

ভারতের উত্তর প্রদেশের (ইউপি) বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বিপাকে পড়েছে বিজেপি। লখিমপুর খেরিতে গাড়িচাপায় চার কৃষক নিহতের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ওরফে টেনির বিরুদ্ধে এবার ‘ইচ্ছাকৃত খুনের’ মামলা করতে চাইছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)।

গতকাল সিটের পক্ষে বিদ্যারাম দিবাকর স্থানীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতকে জানান, গত ৩ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবেই কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। তাই তদন্তকারী দল হত্যা মামলার তদন্ত করতে চায়। একই সঙ্গে প্রতিমন্ত্রীপুত্রের অবৈধ বন্দুক ব্যবহারের অভিযোগও আদালতকে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা দিবাকর।

তদন্তকারীদের এই দাবির পরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার হয়েছেন বিরোধীরা। বর্তমানে কারাগারে রয়েছেন প্রতিমন্ত্রী অজয়ের ছেলে আশিস মিশ্র। বিরোধীদের চাপে তাঁকে গ্রেপ্তার করা হলেও প্রতিমন্ত্রী বারবার বলেছেন, যে গাড়ির চাপায় চার কৃষক নিহত হয়েছেন, সেই গাড়িতে তাঁর ছেলে ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত