Ajker Patrika

স্বাক্ষর জাল করে কমিটি করার অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৯: ৪০
স্বাক্ষর জাল করে কমিটি করার অভিযোগ

স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি করার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন ওই ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা। গত রোববার রাতে উপজেলার হাজির হাট বাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতি পদপ্রার্থী বকুলের রহমান জানান, অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত একটি কমিটি ফেসবুকে প্রচার হয় ৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিনকে বিষয়টি জানালে তিনি দাবি করেন, কে বা কারা এই কমিটি দিয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাঁর স্বাক্ষর জালিয়াতি করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

তবে আজকের পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার বলেন, ‘কমিটি হওয়ার পর কিছু মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক। পদবঞ্চিতদের একটু ক্ষোভ তো থাকবেই। আশা করি, দ্রুত তা ঠিক হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৯ সালের ৫ ও ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ চর লরেন্স ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করা হয়। ওই সময় তিনজন সভাপতিও তিনজন সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করে জমা দেন। করোনা পরিস্থিতির কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়। এরপর গত ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। ওই সভায় ১ মার্চ চর লরেন্স ইউনিয়নের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। যথাসময়ে সম্মেলন হওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার অসুস্থ জানিয়ে সম্মেলন স্থগিত করেন।

কিন্তু গত শনিবার মধ্যরাতে তাঁর এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু স্বাক্ষরিত একটি কমিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ দিনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা ওই ইউনিয়নের সভাপতি মো. বকুলের রহমানকে বাদ দিয়ে এক প্রবাসী নুর করিমকে সভাপতি ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে নিয়ে কমিটি করা হয়। ব্যবসায়ী নুর করিমকে সভাপতি করায় আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবার মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে অবৈধ এ কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য গত রোববার রাতে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী।

চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. বকুলের রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার ইউনিয়নে সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে দুই বছর আগে। তখন এ নুর করিম বিদেশে ছিলেন। এখন তাকে উপজেলা আওয়ামী লীগের এক পক্ষ মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত