ভালুকা প্রতিনিধি
ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীন অটো চার্জের গ্যারেজ গড়ে তুলেছেন মালিকেরা। প্রতিটি গ্যারেজে ১০ থেকে ১৫টি করে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। এতে বিদ্যুতের অবৈধ ব্যবহার বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব বন্ধে নেই কোনো পদক্ষেপ। আবার এসব গ্যারেজ থেকে অটো বাইক চুরির ঘটনাও ঘটছে। আবাসিক মিটার দিয়ে এসব গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি গ্রামের, হাট-বাজারে ঘর ভাড়া নিয়ে অটো, ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য গ্যারেজ গড়ে তোলা হয়েছে। এসব গ্যারেজ বেশির ভাগই অনুমোদনহীন। বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অবৈধ বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে। আবাসিক মিটার থেকে বাণিজ্যিক ব্যবহার হলেও সংশ্লিষ্টদের মাথাব্যথা নেই। এভাবে বিদ্যুতের ব্যবহার করায় বিদ্যুৎ ঘাটতি হচ্ছে বলে অনেকেই দাবি করেন। বিদ্যুতের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অপরদিকে গ্যারেজ মালিকেরা বিদ্যুৎ ব্যবহার করে লাভবান হচ্ছে। বিভিন্ন গ্যারেজে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ করতে গ্যারেজ মালিক প্রতি রাতে চার্জের জন্য অটো প্রতি ১০০ থেকে ১৩০ টাকা আদায় করছে।
অটো মালিক আলামিন জানান, তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়িতে মফিজের বাড়িতে ভাড়া থাকেন। সেই সুবাদে তিনি ১ লাখ ৫০ হাজার টাকায় একটি ইজি বাইক কেনেন। সেটি ভাড়া চালিয়ে সংসার চালাতেন। সারা দিন বাইক চালিয়ে রাতে আমতলী সোহেলের গ্যারেজে টাকার বিনিময়ে ব্যাটারি চার্জে দেন। কদিন আগে ওই গ্যারেজ থেকেই তাঁর অটো বাইকটি চুরি হয়ে যায়।
গ্যারেজের মালিক সোহেল মিয়া জানান, তার গ্যারেজে আলামিন ইজি বাইকের ব্যাটারি চার্জের দৈনিক টাকা পরিশোধ করে ওই দিন বাইকের ব্যাটারি চার্জে বসিয়ে যান। অটোটি চুরি হলেও তিনি কিছুই জানেননি। তাঁর দুটি বড় শেডে প্রতিদিন বাণিজ্যিকভাবে একযোগে ২৮টি ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়া দেন তিনি। তিনি আরও জানান, প্রতি গাড়ি ছোট বড়র কারণে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত একদিনের বিদ্যুৎ বিল চার্জ বাবদ নেন। এভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জের ব্যবসা করা বিধিসম্মত কি না বা অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুর মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি একটি কারখানায় আছি। আপনার সঙ্গে পরে কথা বলব।’
ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীন অটো চার্জের গ্যারেজ গড়ে তুলেছেন মালিকেরা। প্রতিটি গ্যারেজে ১০ থেকে ১৫টি করে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। এতে বিদ্যুতের অবৈধ ব্যবহার বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব বন্ধে নেই কোনো পদক্ষেপ। আবার এসব গ্যারেজ থেকে অটো বাইক চুরির ঘটনাও ঘটছে। আবাসিক মিটার দিয়ে এসব গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি গ্রামের, হাট-বাজারে ঘর ভাড়া নিয়ে অটো, ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য গ্যারেজ গড়ে তোলা হয়েছে। এসব গ্যারেজ বেশির ভাগই অনুমোদনহীন। বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অবৈধ বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে। আবাসিক মিটার থেকে বাণিজ্যিক ব্যবহার হলেও সংশ্লিষ্টদের মাথাব্যথা নেই। এভাবে বিদ্যুতের ব্যবহার করায় বিদ্যুৎ ঘাটতি হচ্ছে বলে অনেকেই দাবি করেন। বিদ্যুতের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অপরদিকে গ্যারেজ মালিকেরা বিদ্যুৎ ব্যবহার করে লাভবান হচ্ছে। বিভিন্ন গ্যারেজে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ করতে গ্যারেজ মালিক প্রতি রাতে চার্জের জন্য অটো প্রতি ১০০ থেকে ১৩০ টাকা আদায় করছে।
অটো মালিক আলামিন জানান, তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়িতে মফিজের বাড়িতে ভাড়া থাকেন। সেই সুবাদে তিনি ১ লাখ ৫০ হাজার টাকায় একটি ইজি বাইক কেনেন। সেটি ভাড়া চালিয়ে সংসার চালাতেন। সারা দিন বাইক চালিয়ে রাতে আমতলী সোহেলের গ্যারেজে টাকার বিনিময়ে ব্যাটারি চার্জে দেন। কদিন আগে ওই গ্যারেজ থেকেই তাঁর অটো বাইকটি চুরি হয়ে যায়।
গ্যারেজের মালিক সোহেল মিয়া জানান, তার গ্যারেজে আলামিন ইজি বাইকের ব্যাটারি চার্জের দৈনিক টাকা পরিশোধ করে ওই দিন বাইকের ব্যাটারি চার্জে বসিয়ে যান। অটোটি চুরি হলেও তিনি কিছুই জানেননি। তাঁর দুটি বড় শেডে প্রতিদিন বাণিজ্যিকভাবে একযোগে ২৮টি ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়া দেন তিনি। তিনি আরও জানান, প্রতি গাড়ি ছোট বড়র কারণে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত একদিনের বিদ্যুৎ বিল চার্জ বাবদ নেন। এভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জের ব্যবসা করা বিধিসম্মত কি না বা অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুর মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি একটি কারখানায় আছি। আপনার সঙ্গে পরে কথা বলব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫