Ajker Patrika

দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল চাষি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১: ৫৮
দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল চাষি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বেগুনের ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তাঁরা।

সরেজমিন জানা গেছে, দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বাসিন্দা মো. শাহ-আলম পটুয়াখালীর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে রাখাইল বেগুন বা বারি-১২ বেগুনের দুই হাজার চারা সংগ্রহ করেন। তিনি প্রায় এক একর জমিতে এ চারা রোপণ করেন। শাহ-আলম বলেন, ‘আমি একজন সবজিচাষি। শীত মৌসুমে বিভিন্ন সবজি চাষ করি। আমি ব্যবসার কারণে বান্দরবান যাই। সেখানে রাখাইল বেগুন দেখি এবং আমিও বেগুন চাষের জন্য মন স্থির করি। প্রথমবার আধা একর জমিতে বেগুন চাষ করি। ভালো ফলন পাই এবং বাজারে এর চাহিদা ব্যাপক। তাই এ বছর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে দুই হাজার চারা এনে এক একর জমিতে রোপণ করি। এ বছর ফলন অধিকতর ভালো হবে আশা করছি।’ তিনি বলেন, ‘আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয় না। পাইকারেরা খেত থেকে এসে নিয়ে যান।’

আরেক সবজিচাষি অমল বলেন, ‘আমি এ বছর ২৫ শতাংশ জমিতে বেগুন চাষ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ পেয়ে থাকি এবং তাঁরা এসে খোঁজখবর নেন। এ বছর গাছে ফলন অধিক হয়েছে; বাজারজাত শুরু করছি। আগামী বছর তিন-চার একর জমিতে বেগুন চাষ করব।’

উপজেলার কাটাখালী গ্রামের আলম বলেন, ‘এ বেগুন আকারে বড় ও বাজারে চাহিদা ব্যাপক। তাই আমি এ বছর পটুয়াখালী গবেষণা ইনস্টিটিউট থেকে এক হাজার চারা এনে রোপণ করেছি। গাছের চারার মান ভালো। আশা করছি ফলন ভালো হবে।’

উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী গ্রামের আবদুর রফিক বলেন, ‘এ বেগুনের চাহিদা ব্যাপক। অল্প সময়ের মধ্যে ফলন ও বাজার জাত করা যায়। লাভও বেশি। তাই আমি এক হাজার চারা রোপণ করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহমেদ বলেন, ‘বারি-১২ বা রাখাইল বেগুন প্রথম উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সবজিচাষি মো. শাহ-আলম চাষ করে সফলতার পেতে যাচ্ছে। তাঁর বেগুন চাষে সফলতা দেখে আগ্রহী হচ্ছে উপজেলার দেড় শতাধিক চাষি। আমাদের অফিস থেকে সার্বক্ষণিক দেখাশোনা করা হচ্ছে। এ বেগুন আকারে বড় হয়, খেতে সুস্বাদু ও মজাদার। প্রথমবার দশমিনা উপজেলায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন উৎপাদনের জন্য সফল সবজিচাষি হিসেবে মো. শাহ-আলমকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত