Ajker Patrika

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করার প্রেক্ষাপট বদলে যায়নি

আদিল মুহাম্মদ খান
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯: ৩৮
বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করার প্রেক্ষাপট বদলে যায়নি

বুয়েটে ছাত্ররাজনীতি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। এখন যে প্রেক্ষাপটে আবার রাজনীতি চালু করার বিষয়ে আদালতের নির্দেশটা এল, সে বিষয়ে বুয়েটের আইনে বলা আছে, ছাত্র সংসদ থাকতে পারে; কিন্তু ছাত্ররাজনীতির বিষয়টি বুয়েটের আইনেই নেই। আমরা যখন ছিলাম তখনো ছাত্র সংসদ ছিল। ইউকসুর মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতাম। 

বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে রাজনীতি নেই। বিশেষায়িত অনেক বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই। আর্মি পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বিইউপি, এমআইএসটিতে রাজনীতি নেই। একেক বিশ্ববিদ্যালয়ের একেক নিয়ম, সবগুলো এক রকম না।

যে পরিপ্রেক্ষিতে বুয়েটের ছাত্রছাত্রীরা দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সে প্রেক্ষাপট বদলে যায়নি। বুয়েটের আইনও বদলে যায়নি। দলীয় রাজনীতি এখন দুর্বৃত্ত তৈরি করে। এই দুর্বৃত্ত তৈরি করার বিপক্ষেই বুয়েটের শিক্ষার্থীদের অবস্থান। 

দলীয় রাজনীতি বলতে এখন সারা দেশে প্রায় সবখানেই একদলীয় রাজনীতির মতো একটা অবস্থা। বহুদলীয় রাজনীতির মতামতের যে জায়গাগুলো, সেগুলো একদমই সংকীর্ণ হয়ে গেছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 

আদিল মুহাম্মদ খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত