Ajker Patrika

জীবিকার খোঁজে এসে জীবন গেল তাদের

আবদুল হামিদ, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ৪৫
জীবিকার খোঁজে এসে জীবন গেল তাদের

কাকডাকা ভোরে কাজে বের হতেন তাঁরা। জাহাজের পণ্য খালাসের কাজ করতে আমিনবাজারের ভ্রাম্যমাণ পল্লিতে অনেকের মতো তাঁরাও আস্তানা গেড়েছিলেন। সিলেট, সুনামগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষেরা এখানে ভাগ্য বদলানোর আশাতেই আসেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এখান থেকে আর ফিরে যাওয়া হলো না একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনের।

গত শনিবার সকালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তুরাগ নদে ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। পরে উদ্ধার করা হয় চার শিশু ও এক নারীর লাশ। দুজন এখনো নিখোঁজ রয়েছেন। বাকিরা সাঁতরে তীরে ওঠেন।

এদিকে গতকাল রোববার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম। তবে চ্যানেলে টহল অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা-২ জোনের কমান্ডর আবুল বাশার। আমিনবাজার নৌ থানার ওসি আলমগীর শেখ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, প্রত্যেকটি লাশের জন্য তাঁর পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

নৌকাডুবির ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আলমগীর শেখ। কমিটির সদস্যরা হলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান, ঢাকা নদীবন্দরের উপপরিচালক শেখ মো. সেলিম রেজা ও ঢাকা নদীবন্দর ও পরিবহনের উপপরিচালক আবু সালেহ মো. এহতেসামুল পারভেজ।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নৌকার মালিক ও চালক কাউকে আটক করতে পারেনি। এ ছাড়া চাপা দেওয়া বাল্কহেডকেও চিহ্নিত করা যায়নি।

আমিনবাজার ঘুরে জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় এই পণ্য খালাসের কাজ চলে এপ্রিল মাস পর্যন্ত। প্রতিবছর এই সময়টাতে পরিবার নিয়ে আমিনবাজারে ভ্রাম্যমাণ পল্লিতে চলে আসত ওই পরিবারটি। বছরের বাকি সময় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধেরাইয়ে বাড়িতে কৃষিকাজ করত দুর্ঘটনায় কবলিত পরিবার দুটি।

এদিকে তুরাগ নদে নৌকাডুবির ঘটনার এক দিন পার না হতেই একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগরের মাঝে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান।

আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ জানান, দুটি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত