Ajker Patrika

৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬: ৫৮
৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি

১। গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কী?

উত্তর: সেচকাজ।

২। শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে ‘বধ্যভূমি’ কী?

উত্তর: বুদ্ধিজীবী হত্যা।

৩। বরিশাল যদি ইলিশ মাছ হয়, তবে পঞ্চগড় কী?

উত্তর: চা-বাগান।

৪। ঢাকা জাহাঙ্গীরনগর হলে বগুড়া কী?

উত্তর: পুন্ড্রনগর।

৫। ... যেমন তির্যের সঙ্গে সম্পর্কিত স্থায়িত্ব তেমনি ... এর সঙ্গে সম্পর্কিত?

উত্তর: যুক্তি ..... টিকে থাকা

৬। জাতীয় সংসদের সঙ্গে আদালতের যেমন সম্পর্ক, ওষুধ কারখানার সঙ্গে কোনটি সেরূপ সম্পর্ক?

উত্তর: ডাক্তার।

৭। সৈয়দপুরের সঙ্গে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সঙ্গে তেমনিভাবে কোনটি সম্পর্কিত?

উত্তর: শিপইয়ার্ড।

৮। হোয়াংহো নদীর সঙ্গে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক, সাঙ্গু নদীর সঙ্গে কোনটির সেরূপ সম্পর্ক?

উত্তর: আরাকান পর্বত।

৯। কালমের সঙ্গে কবির যে সম্বন্ধ, সুইয়ের সঙ্গে কোনটির একই রকম সম্বন্ধ আছে?

উত্তর: দরজি।

১০। ‘মোনালিসা’র সঙ্গে যেমন ‘লিওনার্দ দ্য ভিঞ্চি’, তেমনি ‘নাইওর’-এর সঙ্গে–

উত্তর: কামরুল হাসান।

১১। গাড়ির সঙ্গে পথের যে সম্বন্ধ, থার্মোমিটারের সঙ্গে কোনটির সেই সম্বন্ধ?

উত্তর: উষ্ণতা।

১২। ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সঙ্গে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন কিসের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: কম্পিউটার।

১৩। সূর্যের সঙ্গে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সঙ্গে তেমন সম্পর্ক–

উত্তর: তাপের।

১৪। ‘গোপন’-এর সঙ্গে ‘প্রকাশ’-এর যে সম্বন্ধ, ‘নীরবতার’ সঙ্গে একই সম্বন্ধ হয় কোনটির?

উত্তর: হট্টগোল।

১৫। ‘সত্য’ বলতে যদি ‘মিথ্যা’ বোঝায়, তবে একইভাবে ‘বাস্তব’ বলতে কী বোঝায়?

উত্তর: কল্পনা।

১৬। ‘জ্ঞান’-এর সঙ্গে কোনটি অনিবার্যভাবে সম্পর্কিত?

উত্তর: শেখা।

১৭। লাল রঙের অনুপূরক রং কোনটি?

উত্তর: সবুজ।

১৮। শাড়ি একটি পরিধেয়। সারি কী?

উত্তর: মাঝি-মাল্লার গীতিবিশেষ। এটা এক প্রকার লোকসংগীত। মাঝিরা সারিবদ্ধভাবে বসে বইঠা টানার তালে তালে এ গান গায় বলেই এর নাম হয়েছে সারিগান।

১৯। পায়ের সঙ্গে জুতার যে সম্পর্ক, গলার সঙ্গে মালার যে সম্পর্ক, মাথার সঙ্গে সে সম্পর্ক কার?

উত্তর: টুঁটি।

২০। শব্দ: কর্ণ :: আলো: ?

উত্তর: চক্ষু।

২১। স্বাধীন : নির্ভয় :: সংশয় : ?

উত্তর: দ্বিধা।

২২। সুচ: সুতা :: ক্যামেরা : ?

উত্তর : ফিল্ম।

২৩। কারাগার : কয়েদি :: খাম : ?

উত্তর: বার্তা।

২৪। ছবি: তোলা :: চিঠি : ?

উত্তর: লেখা।

২৫। কাচ: পালিশ : : পোশাক : ?

উত্তর: ইস্তিরি করা।

২৬। রাজা: রাজসভা:: বিচারক: ?

উত্তর: এজলাস।

২৭। পণ্য: বিজ্ঞাপন : : প্রার্থী : ?

উত্তর: প্রচার।

২৮। সাফল্য : পরিশ্রম : : ব্যর্থতা : ?

উত্তর : হতাশা।

২৯। মনোভাব : উদারচেতা : : শিক্ষা: ?

উত্তর: সর্বজনীন।

৩০। সুসংবাদ : আনন্দ : : জ্বালাতন: ?

উত্তর: বিরক্ত করা।

৩১। উৎপাদন: শ্রম : : খ্যাতি : ?

উত্তর: সফলতা।

৩২। আকাশ: পাখি : : সমুদ্র : ?

উত্তর: মাছ।

৩৩। খ্যাতি: কীর্তি : : মহত্ত্ব : ?

উত্তর: বদান্যতা।

৩৪। অনুবাদক : দোভাষী :: কলম :?

উত্তর: লেখা।

৩৫। গুরুজন: ভক্তি: : শিশু: ?

উত্তর: স্নেহ।

৩৬। শিশু: দুধ : : রোগী : ?

উত্তর: পথ্য।

৩৭। স্কুল: শৃঙ্খলা:: মসজিদ : ?

উত্তর: পবিত্রতা।

৩৮। বৃষ্টি: বন্যা :: রৌদ্র : ?

উত্তর: খরা।

৩৯। বৃক্ষ: মূল -

উত্তর: দালান : ভিত।

৪০। অভাব: অপচয় :: উদ্বৃত্ত : ?

উত্তর: সঞ্চয়।

৪১। আজকে সোমবার, ৬১ দিন পর কী বার হবে?

উত্তর: শনিবার

৪২। ব্যক্তিত্ব প্রকাশে — অন্যতম মাধ্যম।

উত্তর: সৌজন্যবোধ

৪৩। ২০০০ সালের প্রথম দিনটি শনিবার হলে ৩০ ডিসেম্বর কী বার ছিল?

উত্তর: শনিবার

৪৪। পিতা-মাতাকে শ্রদ্ধা করা আমাদের—।

উত্তর: কর্তব্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত