নেসার উদ্দিন, ফুলতলা
খুপরিঘরের রুটি বিক্রেতা রিক্তা ইসলাম (২৭) এখন ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে খুলনার ফুলতলা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য নির্বাচিত হন তিনি। তিনি ১ হাজার ৯৬৩টি ভোট পেয়েছেন।
ফুলতলা বাজারের গরু হাট এলাকায় চায়ের দোকানদার মো. লিয়াকত খায়ের কন্যা রিক্তা ইসলাম। রিক্তা ৬ বছর ধরে রাস্তার পাশে রুটি বানিয়ে বিক্রি করছেন। তার স্বামী পয়গ্রামের ইমরান শেখ পেশায় একজন টাইলস মিস্ত্রি।
তার একমাত্র কন্যা সন্তান তাবাচ্ছুম বুশরা পার্শ্ববর্তী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। রিক্তা নিজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
রিক্তা ইসলাম জানালেন, উপরে আল্লাহ আর নিচে সাধারণ মানুষের ভালোবাসার কারণে আমি নির্বাচিত হতে পেরেছি। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও অবহেলিত বস্তিবাসীর উন্নয়ন চাই বলেই আমার নির্বাচনে আসা। নির্বাচনে জয়ী হওয়ায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, এক খণ্ড জমি, একখানা ঘর ও আর্থিক সচ্ছলতা নেই রিক্তা ইসলামের। ফুলতলার গরু হাট এলাকায় রাস্তার পাশে বসে রুটি বানিয়ে বিক্রি করে সংসার চালান তিনি।
তবে অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি এলাকাবাসীর পাশে থাকতেন। তারই প্রতিদান হিসেবে জনগণের ভালোবাসায় ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
খুপরিঘরের রুটি বিক্রেতা রিক্তা ইসলাম (২৭) এখন ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে খুলনার ফুলতলা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য নির্বাচিত হন তিনি। তিনি ১ হাজার ৯৬৩টি ভোট পেয়েছেন।
ফুলতলা বাজারের গরু হাট এলাকায় চায়ের দোকানদার মো. লিয়াকত খায়ের কন্যা রিক্তা ইসলাম। রিক্তা ৬ বছর ধরে রাস্তার পাশে রুটি বানিয়ে বিক্রি করছেন। তার স্বামী পয়গ্রামের ইমরান শেখ পেশায় একজন টাইলস মিস্ত্রি।
তার একমাত্র কন্যা সন্তান তাবাচ্ছুম বুশরা পার্শ্ববর্তী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। রিক্তা নিজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
রিক্তা ইসলাম জানালেন, উপরে আল্লাহ আর নিচে সাধারণ মানুষের ভালোবাসার কারণে আমি নির্বাচিত হতে পেরেছি। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও অবহেলিত বস্তিবাসীর উন্নয়ন চাই বলেই আমার নির্বাচনে আসা। নির্বাচনে জয়ী হওয়ায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, এক খণ্ড জমি, একখানা ঘর ও আর্থিক সচ্ছলতা নেই রিক্তা ইসলামের। ফুলতলার গরু হাট এলাকায় রাস্তার পাশে বসে রুটি বানিয়ে বিক্রি করে সংসার চালান তিনি।
তবে অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি এলাকাবাসীর পাশে থাকতেন। তারই প্রতিদান হিসেবে জনগণের ভালোবাসায় ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪