Ajker Patrika

শিক্ষার্থীদের মানব পদ্মা সেতু

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২২, ১৬: ২০
শিক্ষার্থীদের মানব পদ্মা সেতু

মহান স্বাধীনতা দিবসে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্নের পদ্মা সেতুর অবয়ব তৈরি করেছে। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের বর্ণিল আয়োজনে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে ডিসপ্লের মাধ্যমে তারা এ অবয়ব তৈরি করে। শিক্ষার্থীদের এমন পারফর্মকে উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।

সরেজমিনে দেখা গেছে, চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী একে অপরের ওপর মাথা রেখে দাঁড়িয়ে। সবাই দু-হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছে। তাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক শিক্ষার্থী, তার হাতে জাতীয় পতাকা। সে পতাকা উঁচিয়ে হেঁটে জানান দিচ্ছে এটাই স্বপ্নের ‘পদ্মা সেতু’। সাউন্ড সিস্টেমে ভেসে আসছে, পদ্মা সেতু, পদ্মা সেতু। মুহূর্তের মধ্যে প্যান্ডেলের ভেতর-বাইরের সবাই করতালি দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীদের।

আয়োজক কমিটি জানায়, চলতি বছর জুনে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে মাদারীপুরবাসীর যোগাযোগের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। তাই শিক্ষার্থীরা স্বাধীনতা ও জাতীয় দিবসে পদ্মা সেতুকে সবার সামনে তুলে ধরে। পরে শিক্ষার্থীদের দেওয়া হয় পুরস্কার। দলের নেতৃত্বে ছিল চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন। এ ছাড়া ৩৩টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ডিসপ্লেতে অংশ নেয়।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

শিক্ষার্থী আরমিন জানায়, ‘ডিসপ্লের বিষয়ে স্যারদের জানাই, এবার পদ্মা সেতুর অবয়ব তুলে ধরব। স্যাররাও সায় দেন। কষ্ট হলেও মাদারীপুরবাসীর স্বপ্নের সেতুর অবয়ব নির্মাণ করতে পেরেছি।’

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর পদ্মা সেতু চালু হবে। শিক্ষার্থীদের কাল্পনিক সেতু বাস্তবে দেখতে পারব।’

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত