Ajker Patrika

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ২৫
৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে গত সোমবার এ কমিটি করা হয়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচ সদস্যের আন্ততদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা নয়নকে।’

শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত আরও বলেন, অগ্নিকাণ্ডের অন্তত ৪০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রোববার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকে আগুন লাগে। আগুনে মুহূর্তেই শিবিরের বি-ব্লক ও সি-ব্লকে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই আশ্রয় শিবির ও স্থানীয় বাসিন্দাদের প্রায় ৫০০ ঘরসহ দেশি-বিদেশি সংস্থার নানা স্থাপনা পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত