রংপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় একটি জিপ গাড়ি নিলামে তুলতে যাচ্ছে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতি মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) লিখিতভাবে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায় মিতসুবিশি ব্রান্ডের ওই জিপ গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন পরিচালক (অর্থ) ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় পরিচালকসহ গাড়িতে থাকা অন্যরাও আহত হয়েছিলেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতের জন্য প্রয়োজন সাড়ে ৪ লাখ টাকা। কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে নিলামে ওঠাতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের মূল্যবান এই গাড়িটি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম শাহজাহান সিদ্দিক বলেন, ‘ওই দুর্ঘটনার পর রংপুর অফিসে যোগদান করেছি। তবে শুনেছি তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্যমে গাড়িটির ক্ষতির বিবরণসহ একটি তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছিলেন। কিন্তু মেরামতের জন্য এত টাকা বরাদ্দের সুযোগ না থাকায় বরাদ্দ পাওয়া যায়নি।’ গাড়ি মেরামতের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারেন বলে জানান তিনি।
বিআরটিএ রংপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, ‘নিলামের জন্য চিঠি পাওয়া গেছে। তবে কোনো সরকারি প্রতিষ্ঠান গাড়ি নিলাম করার জন্য আবেদন করলে পরিদর্শনের জন্য গাড়ি প্রতি ৪৫০ টাকা এবং শতকরা ১৫ টাকা হারে ভ্যাট প্রদান করতে হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে পরিদর্শন করে নিলাম কার্যক্রম শুরু করা হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকার অভাবে ৭০ লাখ টাকার জিপ নিলামে তোলার বিষয়টি রাষ্ট্রীয় অপচয়ের নামান্তর। জনস্বার্থে এটি বন্ধ করা উচিত।’
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় একটি জিপ গাড়ি নিলামে তুলতে যাচ্ছে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতি মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) লিখিতভাবে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায় মিতসুবিশি ব্রান্ডের ওই জিপ গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন পরিচালক (অর্থ) ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় পরিচালকসহ গাড়িতে থাকা অন্যরাও আহত হয়েছিলেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতের জন্য প্রয়োজন সাড়ে ৪ লাখ টাকা। কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে নিলামে ওঠাতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের মূল্যবান এই গাড়িটি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম শাহজাহান সিদ্দিক বলেন, ‘ওই দুর্ঘটনার পর রংপুর অফিসে যোগদান করেছি। তবে শুনেছি তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্যমে গাড়িটির ক্ষতির বিবরণসহ একটি তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছিলেন। কিন্তু মেরামতের জন্য এত টাকা বরাদ্দের সুযোগ না থাকায় বরাদ্দ পাওয়া যায়নি।’ গাড়ি মেরামতের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারেন বলে জানান তিনি।
বিআরটিএ রংপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, ‘নিলামের জন্য চিঠি পাওয়া গেছে। তবে কোনো সরকারি প্রতিষ্ঠান গাড়ি নিলাম করার জন্য আবেদন করলে পরিদর্শনের জন্য গাড়ি প্রতি ৪৫০ টাকা এবং শতকরা ১৫ টাকা হারে ভ্যাট প্রদান করতে হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে পরিদর্শন করে নিলাম কার্যক্রম শুরু করা হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকার অভাবে ৭০ লাখ টাকার জিপ নিলামে তোলার বিষয়টি রাষ্ট্রীয় অপচয়ের নামান্তর। জনস্বার্থে এটি বন্ধ করা উচিত।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪