Ajker Patrika

পাবনায় আগুনে পুড়ল ৪ দোকান ষড়যন্ত্রের দাবি

পাবনা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ১০
পাবনায় আগুনে পুড়ল ৪ দোকান ষড়যন্ত্রের দাবি

পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে আগুনে পুড়ে গেছে চারটি দোকান। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, ষড়যন্ত্র করে কেউ পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত বক্তিরা জানান, রাত ২টার দিকে দুবলিয়া বাজারের তিনটি ফার্নিচার ও একটি ওয়ার্কশপে আগুন লাগে। বাজারের নৈশপ্রহরী আগুন দেখে মার্কেটের মালিক ও দোকান মালিকদের জানান। পরে মার্কেটের মালিক পাবনা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে এলাকাবাসীর সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভান।

আগুন নেভানোর আগেই চারটি দোকানের ভেতরে থাকা সব মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকেরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক অখিল কুমার সরকার অভিযোগ করে বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা বুঝতে পারছেন না। তবে ষড়যন্ত্র করে কেউ পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এটা পরিষ্কার বুঝতে পারছেন তিনি।

এ ঘটনায় পাবনা ফায়ার সার্ভিসের জৈষ্ঠ কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানায় কাঠের মালামাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত