Ajker Patrika

আরও দুই ঢালিউড ছবিতে শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
Thumbnail image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেখা দিয়েছেন বাংলাদেশের ছবিতেও। এরই মধ্যে ঢাকার তিনটি ছবির নায়িকা হয়েছেন তিনি। প্রথম অভিনয় করেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। ওই ছবিতে শাকিব খান ছিলেন শ্রাবন্তীর নায়ক।

এরপর মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’, নায়ক ছিলেন তাহসান। বাংলাদেশে বেশ ভালো সাড়া ফেলেছিল ‘যদি একদিন’। শ্রাবন্তী অভিনীত সর্বশেষ ঢাকার ছবি ‘বিক্ষোভ’। ‘বিক্ষোভ’ এখনো মুক্তি পায়নি। কিছুদিন আগে ‘নিরাপদ সড়ক চাই’ নামে ছবির একটি গান বেরিয়েছে। কলকাতা থেকে অনলাইনে সেটির প্রচারণায় সরব ছিলেন শ্রাবন্তী। এতে তাঁর নায়ক হিসেবে দেখা যাবে শান্ত খানকে।

এবার জানা গেল, বাংলাদেশের আরও দুই ছবিতে শ্রাবন্তীর অভিনয়ের খবর। তার একটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি, অন্যটি সেলিম খান। রনি পরিচালিত ছবির নাম ‘বাবাই’। আর সেলিম খানের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ঢালিউড ছবি দুটি। ‘বাবাই’-এর শুটিং করতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন শ্রাবন্তী।

শ্রাবন্তী জানিয়েছেন, ছবি দুটির নির্মাতা ও প্রযোজক গত নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা গিয়ে দেখা করেছেন তাঁর সঙ্গে। তখনই গল্প শুনেছেন শ্রাবন্তী। পছন্দ হয়েছে তাঁর। অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিও সই করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত