Ajker Patrika

এক শিশু দত্তক নিতে তিন ব্যক্তির আবেদন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ৫৯
এক শিশু দত্তক নিতে তিন ব্যক্তির আবেদন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের আদর যত্নে বেড়ে উঠছে জঙ্গল থেকে উদ্ধার করা কন্যা শিশুটি। এক সপ্তাহ ধরে কমপ্লেক্স ভবনের নার্সদের রুমে রেখেই তাকে পরিচর্চা করা হচ্ছে। খাওয়ানো হচ্ছে বাজার থেকে কেনা দুধ। বর্তমানে শিশুটি পুরোপুরি সুস্থ আছে।

শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিন নিঃসন্তান দম্পতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার সংশ্লিষ্টরা আলোচনায় বসবেন বলে জানা গেছে।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিকুন্নাহার বলেন, খবর জেনে অনেকেই শিশুটিকে দেখেতে এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা নিজেরা টাকা তুলে শিশুটির জন্য দুধ কিনে খাওয়াচ্ছি। তার দেখভালের কোনো কমতি হচ্ছে না। কাজের ফাঁকে অফিসের বিশ্রামের সময়টুকু শিশুটিকে নিয়েই আমাদের সময় কাটে। সে এখন আমাদের সবার আদরের। সময়ের সঙ্গে সঙ্গে হাত পা নাড়া চাড়া করতেও শিখে গেছ। দীর্ঘদিন ধরে সন্তান হয় না, এমন একটি নিঃসন্তান পরিবারে তার জায়গা হোক। সেখানে আদরে যত্নে পড়াশোনা শিখে মানুষ হয়ে দেশের কল্যাণে নিবেদিত হোক এ প্রত্যাশা আমাদের।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিশুটি সুস্থ আছে। তবে তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা তারাই বলতে পারবেন। এ দায়িত্ব তাদের।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুল তালুকদার বলেন, শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিনজন নিঃসন্তান দম্পতি আবেদন করেছেন। সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার আলোচনায় বসবো। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি ভোর রাতে নেত্রকোনার মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এনে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করে। পরদিন দুপুরে মানসিক ভারসাম্যহীন মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত