Ajker Patrika

শিবপুরে জোড়া খুনের নেপথ্যে মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্ব

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৬
শিবপুরে জোড়া খুনের নেপথ্যে মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্ব

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, গুলি-পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩২) এবং তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার বাসিন্দা জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার রাতে রুবেল মিয়া প্রাইভেট কারচালক শাহজালালকে ফোন করে মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান। পরে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর একত্র হন। তিনজনের সঙ্গে ওই রাতে তিনটি প্রাইভেট কার ছিল। তবে মাধবদী না গিয়ে তাঁরা রায়পুরার খলাপাড়া এলাকায় যান। সেখানেই সোহেল ও তাঁর সহযোগীরা যান। এরপর মাদকের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ও তাঁর সহযোগীরা শ্বাস রোধ করে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। পরে তিনটি প্রাইভেট কার ছিনতাই করেন। কিন্তু শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে আটক করে। হত্যার শিকার দুজনসহ আটক হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

অন্যদিকে রুবেলের বাবা মো. তোফাজ্জল মিয়া বলেন, ‘রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তার এক বন্ধুর গাড়ি ভাড়া নিয়ে চালাত। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরে রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা আমার বিশ্বাস হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত