Ajker Patrika

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৫
বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের জিন্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে গত বুধবার বিকেলে ড্রেজার মেশিন দুটি জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জিন্জিরাম নদীর বিভিন্ন স্পট থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

তারা জানান, নদী থেকে বালু উত্তোলনের ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত জিন্জিরাম নদীর পাশ দিয়ে যাওয়া দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কটির একাংশ নদীতে বিলীন হয়ে গেছে।

এ ছাড়া বালু উত্তোলনের ফলে সড়কটি পুরোপুরি নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, ভবিষ্যতে আবার যেন এই চক্রটি বালু উত্তোলন করতে না পারে সে জন্য প্রশাসনের তদারকির দাবি জানান তারা।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত জানান, অভিযানে ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফিট পাইপ জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, উপজেলার কোথাও যদি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তবে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ