জুবায়ের আহম্মেদ
জীববিজ্ঞান অনেকের পড়তে ভালো লাগলেও কারও কারও কাছে আবার বেশ কঠিন। তবে বুঝে পড়লে কিন্তু বিষয়টি মজার। এই বিশাল জীবজগৎসহ মানব শরীর নিয়েও অনেক তথ্য জানা যায়। তবে জীববিজ্ঞানের ক্ষেত্রে চিত্রগুলো বুঝে বুঝে আয়ত্ত করা বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনাকে একটু সহজ করে দিতে আজ কয়েকটি ইউটিউব চ্যানেলের খোঁজ জানাচ্ছি।
অ্যামিবা সিস্টার্স
Amoeba Sisters নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ দশমিক ৪৬ মিলিয়ন। এটি একটি বিনোদনমূলক সাধারণ বিজ্ঞান চ্যানেল। এতে জীববিজ্ঞানসহ বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের ভিডিও রয়েছে। ভিডিও, কমিকস ও রিসোর্স তৈরি করে হাস্যরস এবং প্রাসঙ্গিকতা দিয়ে বিজ্ঞানকে রহস্যময় করে উপস্থাপন করেছে চ্যানেলটি। এতে মূলত হাইস্কুলের জীববিজ্ঞানের টপিকের ওপর ভিডিও, তাদের কিছু বিষয়বস্তু কলেজ স্তরের ইন্ট্রো বায়োলজি কোর্সের জন্যও উপযোগী। চ্যানেলটিতে রেচনতন্ত্র, উদ্ভিদের খাদ্য, এনজাইম, এন্ডোক্রাইন সিস্টেম, মানব রক্ত সংবহন, কোষের সাইটোপ্লাজম, পিএনএ, প্রোটিন, লিপিড, শ্বসনতন্ত্র, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইটোসিসসহ প্রায় সব মৌলিক বিষয়ের ভিডিও রয়েছে। এ ছাড়া ল্যাব সুরক্ষা নিয়েও টিউটোরিয়াল পাওয়া যাবে। চ্যানেলটির বিশেষত্ব হচ্ছে এতে সব ভিডিও অ্যানিমেশন ও ইনফোগ্রাফির মাধ্যমে বানানো হয়েছে। এতে করে ছোটরা খুব ভালোভাবে কঠিন টপিকের ব্যাখ্যাও বুঝতে পারবে। আর অ্যানিমেশন ভিডিও মাথায়ও গেঁথে যায় সহজে। জীববিজ্ঞানকে মজাদারভাবে উপস্থাপন করেছে চ্যানেলটি। পাওয়া যাবে এই লিংকে।
এমআইটি ওপেনকোর্সওয়্যার
এমআইটি ওপেনকোর্সওয়্যার ইউটিউব চ্যানেলটিতে এমআইটির পরিচালনায় জীববিজ্ঞানসহ অনেক বিষয়ের রেকর্ড করা লেকচার পাওয়া যাবে। এ চ্যানেলটিতে ৪ দশমিক ৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিওগুলো বিভিন্ন প্লেলিস্টে সাজানো। এতে ডিএনএ রেপ্লিকেশন, স্টেম সেল, জিনোমিকস, রিকম্বিনেন্ট ডিএনএ, ম্যান্ডেলের সূত্র, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এনজাইম, মেটাবলিজম, শ্বসন, ফার্মেন্টেশনসহ আরও অনেক টপিকের ওপর ভিডিও লেকচার পাওয়া যাবে এই লিংকে।
খান একাডেমি
চ্যানেলটির সাবস্ক্রাইবার ৭ দশমিক ৪৯ মিলিয়ন। চ্যানেলটিতে জীববিজ্ঞানসহ সায়েন্সের অন্যান্য বিষয়ের ভিডিও রয়েছে। চ্যানেলটিতে ডিএনএ স্ট্রাকচার, ক্রোমোজোম, কোষের গঠন, এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রসেস, কোষের শ্বসন, সালোকসংশ্লেষণ, সেল বায়োলজি, কোষ বিভাজন: মাইটোসিস, মিয়োসিসসহ অনেক টপিকের সুন্দর ব্যাখ্যা রয়েছে। ভিজিও লেকচারগুলোতে চিত্র এঁকে বোঝানো হয়। ফলে মনে রাখাটাও সহজ হয়। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
ওসমোসিস
২০১৫ সালে খোলা Osmosis ইউটিউব চ্যানেলটির সাবক্রাইবার ২ দশমিক ৫৮ মিলিয়ন। এই ইউটিউব চ্যানেলের টপিকগুলো সহজে বোঝা যায়। এতে বিভিন্ন চিকিৎসা ধারণার বিষয়বস্তুও রয়েছে। তাদের একটি ওয়েবসাইটও রয়েছে, যাতে স্বাস্থ্য এবং পেশাদার শিক্ষার্থীরা আরও গভীরে জানতে পারেন। চ্যানেলটিতে এইচআইভি, এইডস, হার্ট অ্যাটাক, পুষ্টি, প্যাথলজি, শারীরতত্ত্বসহ অনেক টপিকের ওপর ভিডিও রয়েছে। এমনকি করোনা-১৯ সম্পর্কেও অনেক ভিডিও লেসন পাওয়া যাবে চ্যানেলটিতে। চিকিৎসাবিজ্ঞান ও লাইফ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য চ্যানেলটি বেশ উপকারী। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
আইকেন এডু
এটি একটি দুর্দান্ত জীববিজ্ঞান থিমযুক্ত ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে কনটেন্ট ও গ্রাফিকসের সমন্বয়ে জীববিজ্ঞানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জীববিজ্ঞান ছাড়াও চ্যানেলটিতে নার্সারি রাইমস, সেকেন্ডারি স্কুল লেভেলের টিউটোরিয়াল এবং বিজ্ঞানের নানা টপিকসের ভিডিও আছে। চ্যানেলটিতে বিজ্ঞান, গণিত, ইতিহাস, ইংরেজি, নার্সারি রাইমস, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক বিষয়বস্তু পাওয়া যাবে। হাতে-কলমে শিক্ষাকে উৎসাহিত করতে আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ কনটেন্ট ভিডিও সরবরাহ করা হয়েছে। এ ছাড়া বৈজ্ঞানিক এবং ব্যবহারিক শেখার পদ্ধতিও প্রয়োগ করা হয়েছে। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
জীববিজ্ঞান অনেকের পড়তে ভালো লাগলেও কারও কারও কাছে আবার বেশ কঠিন। তবে বুঝে পড়লে কিন্তু বিষয়টি মজার। এই বিশাল জীবজগৎসহ মানব শরীর নিয়েও অনেক তথ্য জানা যায়। তবে জীববিজ্ঞানের ক্ষেত্রে চিত্রগুলো বুঝে বুঝে আয়ত্ত করা বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনাকে একটু সহজ করে দিতে আজ কয়েকটি ইউটিউব চ্যানেলের খোঁজ জানাচ্ছি।
অ্যামিবা সিস্টার্স
Amoeba Sisters নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ দশমিক ৪৬ মিলিয়ন। এটি একটি বিনোদনমূলক সাধারণ বিজ্ঞান চ্যানেল। এতে জীববিজ্ঞানসহ বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের ভিডিও রয়েছে। ভিডিও, কমিকস ও রিসোর্স তৈরি করে হাস্যরস এবং প্রাসঙ্গিকতা দিয়ে বিজ্ঞানকে রহস্যময় করে উপস্থাপন করেছে চ্যানেলটি। এতে মূলত হাইস্কুলের জীববিজ্ঞানের টপিকের ওপর ভিডিও, তাদের কিছু বিষয়বস্তু কলেজ স্তরের ইন্ট্রো বায়োলজি কোর্সের জন্যও উপযোগী। চ্যানেলটিতে রেচনতন্ত্র, উদ্ভিদের খাদ্য, এনজাইম, এন্ডোক্রাইন সিস্টেম, মানব রক্ত সংবহন, কোষের সাইটোপ্লাজম, পিএনএ, প্রোটিন, লিপিড, শ্বসনতন্ত্র, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইটোসিসসহ প্রায় সব মৌলিক বিষয়ের ভিডিও রয়েছে। এ ছাড়া ল্যাব সুরক্ষা নিয়েও টিউটোরিয়াল পাওয়া যাবে। চ্যানেলটির বিশেষত্ব হচ্ছে এতে সব ভিডিও অ্যানিমেশন ও ইনফোগ্রাফির মাধ্যমে বানানো হয়েছে। এতে করে ছোটরা খুব ভালোভাবে কঠিন টপিকের ব্যাখ্যাও বুঝতে পারবে। আর অ্যানিমেশন ভিডিও মাথায়ও গেঁথে যায় সহজে। জীববিজ্ঞানকে মজাদারভাবে উপস্থাপন করেছে চ্যানেলটি। পাওয়া যাবে এই লিংকে।
এমআইটি ওপেনকোর্সওয়্যার
এমআইটি ওপেনকোর্সওয়্যার ইউটিউব চ্যানেলটিতে এমআইটির পরিচালনায় জীববিজ্ঞানসহ অনেক বিষয়ের রেকর্ড করা লেকচার পাওয়া যাবে। এ চ্যানেলটিতে ৪ দশমিক ৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিওগুলো বিভিন্ন প্লেলিস্টে সাজানো। এতে ডিএনএ রেপ্লিকেশন, স্টেম সেল, জিনোমিকস, রিকম্বিনেন্ট ডিএনএ, ম্যান্ডেলের সূত্র, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এনজাইম, মেটাবলিজম, শ্বসন, ফার্মেন্টেশনসহ আরও অনেক টপিকের ওপর ভিডিও লেকচার পাওয়া যাবে এই লিংকে।
খান একাডেমি
চ্যানেলটির সাবস্ক্রাইবার ৭ দশমিক ৪৯ মিলিয়ন। চ্যানেলটিতে জীববিজ্ঞানসহ সায়েন্সের অন্যান্য বিষয়ের ভিডিও রয়েছে। চ্যানেলটিতে ডিএনএ স্ট্রাকচার, ক্রোমোজোম, কোষের গঠন, এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রসেস, কোষের শ্বসন, সালোকসংশ্লেষণ, সেল বায়োলজি, কোষ বিভাজন: মাইটোসিস, মিয়োসিসসহ অনেক টপিকের সুন্দর ব্যাখ্যা রয়েছে। ভিজিও লেকচারগুলোতে চিত্র এঁকে বোঝানো হয়। ফলে মনে রাখাটাও সহজ হয়। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
ওসমোসিস
২০১৫ সালে খোলা Osmosis ইউটিউব চ্যানেলটির সাবক্রাইবার ২ দশমিক ৫৮ মিলিয়ন। এই ইউটিউব চ্যানেলের টপিকগুলো সহজে বোঝা যায়। এতে বিভিন্ন চিকিৎসা ধারণার বিষয়বস্তুও রয়েছে। তাদের একটি ওয়েবসাইটও রয়েছে, যাতে স্বাস্থ্য এবং পেশাদার শিক্ষার্থীরা আরও গভীরে জানতে পারেন। চ্যানেলটিতে এইচআইভি, এইডস, হার্ট অ্যাটাক, পুষ্টি, প্যাথলজি, শারীরতত্ত্বসহ অনেক টপিকের ওপর ভিডিও রয়েছে। এমনকি করোনা-১৯ সম্পর্কেও অনেক ভিডিও লেসন পাওয়া যাবে চ্যানেলটিতে। চিকিৎসাবিজ্ঞান ও লাইফ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য চ্যানেলটি বেশ উপকারী। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
আইকেন এডু
এটি একটি দুর্দান্ত জীববিজ্ঞান থিমযুক্ত ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে কনটেন্ট ও গ্রাফিকসের সমন্বয়ে জীববিজ্ঞানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জীববিজ্ঞান ছাড়াও চ্যানেলটিতে নার্সারি রাইমস, সেকেন্ডারি স্কুল লেভেলের টিউটোরিয়াল এবং বিজ্ঞানের নানা টপিকসের ভিডিও আছে। চ্যানেলটিতে বিজ্ঞান, গণিত, ইতিহাস, ইংরেজি, নার্সারি রাইমস, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক বিষয়বস্তু পাওয়া যাবে। হাতে-কলমে শিক্ষাকে উৎসাহিত করতে আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ কনটেন্ট ভিডিও সরবরাহ করা হয়েছে। এ ছাড়া বৈজ্ঞানিক এবং ব্যবহারিক শেখার পদ্ধতিও প্রয়োগ করা হয়েছে। চ্যানেলটি পাওয়া যাবে এই লিংকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪