Ajker Patrika

পোকেমন ছাড়ছে অ্যাশ ও পিকাচু

পোকেমন ছাড়ছে অ্যাশ ও পিকাচু

দীর্ঘ ২৫ বছরের যাত্রা। ১৯৯৭ সালে প্রথম দেখা গিয়েছিল জাপানি অ্যানিমি সিরিজ ‘পোকেমন’। তখন থেকেই অ্যাশ ও পিকাচু চরিত্র দুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দর্শক আছেন, যাঁরা পোকেমন দেখেন এ দুটি চরিত্রের জন্যই। তবে তাঁদের জন্য মন খারাপের খবর, ২৫ বছর ধরে দর্শকদের সঙ্গে পথচলার পর এবার বিদায় নিচ্ছে অ্যাশ ও পিকাচু।

তাদের সরিয়ে নতুন দুটি চরিত্র আনা হচ্ছে এ সিরিজে। পোকেমনের প্রযোজক প্রতিষ্ঠান সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছে, অ্যাশ ও পিকাচু অনেক যুদ্ধ করেছে, বিপদের মুখোমুখি হয়েছে, অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে তারা। এবার অ্যাশ-পিকাচুর গল্প শেষ হওয়ার পালা।

তবে এ দুঃখের খবরের সঙ্গে একটা আনন্দের খবরও আছে পোকেমনভক্তদের জন্য। আগামী বছরের এপ্রিলেই পোকেমনের নতুন সিজন আসছে। নতুন চরিত্র হিসেবে আসবে লিকো ও রয়। তবে এখনই চরিত্র দুটির বিষয়ে তেমন কিছু জানাননি প্রযোজক। শুধু জানিয়েছেন, নতুন সিজনই হতে চলেছে পোকেমন সিরিজের শেষ সিজন। অ্যাশ ও পিকাচুর জার্নির প্রতি নিবেদন করেই তৈরি হবে চূড়ান্ত সিজনের ১১টি পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত