Ajker Patrika

পোকেমন ছাড়ছে অ্যাশ ও পিকাচু

বিনোদন ডেস্ক
পোকেমন ছাড়ছে অ্যাশ ও পিকাচু

দীর্ঘ ২৫ বছরের যাত্রা। ১৯৯৭ সালে প্রথম দেখা গিয়েছিল জাপানি অ্যানিমি সিরিজ ‘পোকেমন’। তখন থেকেই অ্যাশ ও পিকাচু চরিত্র দুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দর্শক আছেন, যাঁরা পোকেমন দেখেন এ দুটি চরিত্রের জন্যই। তবে তাঁদের জন্য মন খারাপের খবর, ২৫ বছর ধরে দর্শকদের সঙ্গে পথচলার পর এবার বিদায় নিচ্ছে অ্যাশ ও পিকাচু।

তাদের সরিয়ে নতুন দুটি চরিত্র আনা হচ্ছে এ সিরিজে। পোকেমনের প্রযোজক প্রতিষ্ঠান সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছে, অ্যাশ ও পিকাচু অনেক যুদ্ধ করেছে, বিপদের মুখোমুখি হয়েছে, অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে তারা। এবার অ্যাশ-পিকাচুর গল্প শেষ হওয়ার পালা।

তবে এ দুঃখের খবরের সঙ্গে একটা আনন্দের খবরও আছে পোকেমনভক্তদের জন্য। আগামী বছরের এপ্রিলেই পোকেমনের নতুন সিজন আসছে। নতুন চরিত্র হিসেবে আসবে লিকো ও রয়। তবে এখনই চরিত্র দুটির বিষয়ে তেমন কিছু জানাননি প্রযোজক। শুধু জানিয়েছেন, নতুন সিজনই হতে চলেছে পোকেমন সিরিজের শেষ সিজন। অ্যাশ ও পিকাচুর জার্নির প্রতি নিবেদন করেই তৈরি হবে চূড়ান্ত সিজনের ১১টি পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত