Ajker Patrika

সড়কে নিম্নমানের সামগ্রী

শাহীন আক্তার পলাশ, শৈলকুপা (ঝিনাইদহ) 
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ২৩
সড়কে নিম্নমানের সামগ্রী

ঝিনাইদহের শৈলকুপায় নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে ক্ষুব্ধ বাসিন্দারা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, উপজেলার মৌকুড়ী মাস্টার মোড় থেকে কাতলাগাড়ি বাজার পর্যন্ত ৩ দশমিক ৬৬০ কিলোমিটার রাস্তা সংস্কার কার্যাদেশ পায় শৈলকুপার মেসার্স শিকদার এন্টারপ্রাইজ। এ কাজের জন্য ব্যয় ধরা হয় ২ কোটি ৬৫ লাখ টাকা। কাজ শেষের মেয়াদ ৩০ জুন।

সরেজমিনে দেখা যায়, একেবারেই নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে সড়ক নির্মাণকাজ। কিছু কিছু স্থানের কাজ রোলার করা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে, পোড়ামাটি রাস্তায় লেপন করা হয়েছে। স্থানীয়রা জানান, তদারকিতে উপজেলা প্রকৌশলী অফিসের কেউ থাকেন না। ইচ্ছামতো ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করছেন। পরে এলাকাবাসীর তোপের মুখে ঠিকাদার সাময়িক কাজ বন্ধ রেখেছেন।

উপজেলার গোয়ালবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘এই পাকা রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, খোয়া, বালু। এসব নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হলে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা সাময়িক কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের দাবি, ভালোমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হোক।’

স্থানীয় আরেক বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘রাস্তাটি প্রথম থেকে অনিয়ম করা হয়েছে। পচা ইটের ওপর রোলার দিয়ে কাজ করা হচ্ছে। এ রাস্তা নির্মাণ শেষ পর্যায়ে আসলেও কাজের মান নিম্নমুখী। কাজের দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিসটেন্টরা দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজের মালিক মোস্তাক শিকদার বলেন, ‘এ রাস্তা নির্মাণে কিছু খারাপ ইট গিয়েছে। তবে আমি খারাপ ইটগুলো সরিয়ে নিতে বলেছি। আর যে খারাপ ইটগুলো রোলার হয়ে গেছে, সেখানেও ভালো ইট দিয়ে কাজ করব।’

শৈলকুপা উপজেলা প্রকৌশলী বিকাশ চন্দ্র নন্দী বলেন, ‘আমি শুনেছি, নিম্নমানের মালামাল দিয়ে কাজ হচ্ছে। এসব মালামাল ঠিকাদারকে সরিয়ে নিতে বলব। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত