শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে চলবে এ আয়োজন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের আসরের জন্য নির্বাচিত সিনেমাগুলোর লাইনআপ।
বাজ লুজমানের ‘এলভিস’ থেকে শুরু করে ‘বিস্ট’ সিনেমার সহপরিচালক হিসেবে প্রিসলির নাতনি রিলে কিওহর আত্মপ্রকাশ—সবকিছুই জায়গা করে নিয়েছে এবারের তালিকায়। উৎসবের পর্দা উঠবে জোম্বিনির্ভর সিনেমা ‘ফাইনাল কাট’-এর মাধ্যম। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা, যার মধ্যে আগের একাধিক স্বর্ণ পামজয়ী নির্মাতাও রয়েছেন।
সর্বাধিক তিনটি সিনেমা ফ্রান্সের। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবারের উৎসবে রুশ প্রতিনিধিরা নিষিদ্ধ থাকবে বলে গত মার্চে ঘোষণা দেন আয়োজকরা। তবে প্রতিযোগিতা শাখায় জায়গা পেয়েছে রাশিয়া থেকে নির্বাসিত পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘চাইকোভস্কিস ওয়াইফ’। স্পষ্টবাদী হওয়ায় পুতিন সরকার তাঁকে কয়েক বছর গৃহবন্দীও রেখেছিল। অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নবাগত পরিচালকদের মধ্যে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’ রয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়।
আনসার্টেন রিগার্ড বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। ১২ দিনের এই আয়োজনে লালগালিচায় উন্মাদনা ছড়াবেন হলিউড হেভিওয়েট অভিনেতা টম ক্রুজ ও টম হ্যাঙ্কস। প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ও টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’। একই শাখায় থাকছে ‘ম্যাড ম্যাক্স’ সৃষ্টি করা জর্জ মিলারের ‘থ্রি ইয়ারস অব লংগিং’। এতে দেখা যাবে, ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটনকে। সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানা যায়নি।
শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে চলবে এ আয়োজন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের আসরের জন্য নির্বাচিত সিনেমাগুলোর লাইনআপ।
বাজ লুজমানের ‘এলভিস’ থেকে শুরু করে ‘বিস্ট’ সিনেমার সহপরিচালক হিসেবে প্রিসলির নাতনি রিলে কিওহর আত্মপ্রকাশ—সবকিছুই জায়গা করে নিয়েছে এবারের তালিকায়। উৎসবের পর্দা উঠবে জোম্বিনির্ভর সিনেমা ‘ফাইনাল কাট’-এর মাধ্যম। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা, যার মধ্যে আগের একাধিক স্বর্ণ পামজয়ী নির্মাতাও রয়েছেন।
সর্বাধিক তিনটি সিনেমা ফ্রান্সের। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবারের উৎসবে রুশ প্রতিনিধিরা নিষিদ্ধ থাকবে বলে গত মার্চে ঘোষণা দেন আয়োজকরা। তবে প্রতিযোগিতা শাখায় জায়গা পেয়েছে রাশিয়া থেকে নির্বাসিত পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘চাইকোভস্কিস ওয়াইফ’। স্পষ্টবাদী হওয়ায় পুতিন সরকার তাঁকে কয়েক বছর গৃহবন্দীও রেখেছিল। অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নবাগত পরিচালকদের মধ্যে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’ রয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়।
আনসার্টেন রিগার্ড বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। ১২ দিনের এই আয়োজনে লালগালিচায় উন্মাদনা ছড়াবেন হলিউড হেভিওয়েট অভিনেতা টম ক্রুজ ও টম হ্যাঙ্কস। প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ও টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’। একই শাখায় থাকছে ‘ম্যাড ম্যাক্স’ সৃষ্টি করা জর্জ মিলারের ‘থ্রি ইয়ারস অব লংগিং’। এতে দেখা যাবে, ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটনকে। সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানা যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪